4G ও 5G নেটওয়ার্কের জন্য ৬১ হাজার কোটি টাকার স্পেকট্রামের চাইলো BSNL

4G ও 5G নেটওয়ার্ক লঞ্চের জন্য কেন্দ্রের কাছে ৬১ হাজার কোটি টাকার স্পেকট্রাম চেয়ে আবেদন করলো ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL)। রাষ্ট্র চালিত…

4G ও 5G নেটওয়ার্ক লঞ্চের জন্য কেন্দ্রের কাছে ৬১ হাজার কোটি টাকার স্পেকট্রাম চেয়ে আবেদন করলো ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL)। রাষ্ট্র চালিত টেলকোর পক্ষ থেকে এক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যান্ডের স্পেকট্রামের জন্য আবেদন করা হয়েছে বলে সামনে এসেছে। কেন্দ্রের প্রতি BSNL কেবলমাত্র ৭০০ মেগাহার্টজ (MHz) এবং মিড-ব্যান্ডে লভ্য এয়ারওয়েভ প্রদানের অনুরোধ জানিয়েছে। সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তির উপর নির্ভরশীল 4G এবং 5G লঞ্চের ক্ষেত্রে উপরোক্ত ব্যান্ডের অধীন স্পেকট্রাম কার্যকরী হবে বলে BSNL মনে করছে।

এদিকে পিটিআই (PTI) সূত্রে প্রাপ্ত সংবাদ অনুযায়ী, কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর বা ডট (DoT) ইতিমধ্যে ৬০০ মেগাহার্টজের (MHz) ব্যান্ডে ১০ মেগাহার্টজের পাশাপাশি ৩৬০০-৩৬৭০ মেগাহার্টজের ব্যান্ডে ৪০ মেগাহার্টজ এবং ২৪ গিগাহার্টজের (GHz) ব্যান্ডে ৪০০ মেগাহার্টজের স্পেকট্রাম ধরে রাখার কথা ভাবছে। এ ব্যাপারে মতামতের জন্য তারা টেলিকম নিয়ামক সংস্থা TRAI -এর কাছেও দরবার করেছে।

কত টাকার স্পেকট্রাম সংরক্ষণের অনুরোধ জানালো BSNL

অবগতির জন্য জানিয়ে রাখি, সদ্য BSNL ম্যানেজিং ডিরেক্টর তথা চেয়ারম্যান পি কে পূর্বার সরকারের কাছে মিড-ব্যান্ডে উপলব্ধ (৩৬০০-৩৬৭০ মেগাহার্টজ) ৭০ মেগাহার্টজ এয়ারওয়েভ সংরক্ষণের অনুরোধ জানান। এছাড়া তিনি ৭০০ মেগাহার্টজের ব্যান্ডে ১০ মেগাহার্টজ (MHz) স্পেকট্রাম সংরক্ষণের আবেদন জানিয়েছেন। এক্ষেত্রে টেলিকম রেগুলেটর ট্রাই নির্ধারিত প্রাথমিক মূল্যের দিকে নজর রাখলেই আমরা দেখতে পাবো ইতিমধ্যে বিএসএনএল ৩৯ হাজার কোটি টাকার স্পেকট্রাম চেয়ে আবেদন করেছে। তাছাড়া মিড-ব্যান্ডে লভ্য যে এয়ারওয়েভ চেয়ে তারা দরবার করেছে তার মূল্য প্রায় ২২ হাজার ১৯০ কোটি টাকা। অর্থাৎ এর মধ্যেই বিএসএনএল সর্বমোট ৬১ হাজার কোটি টাকার এয়ারওয়েভ চেয়ে আবেদন পেশ করেছে।

উল্লেখ্য, ৭০০ মেগাহার্টজের ব্যান্ড ব্যবহার করলে বিএসএনএল তাদের কানেক্টিভিটি আরও উন্নত করতে সমর্থ হবে। অন্যদিকে উচ্চগতি সম্পন্ন 5G পরিষেবা সরবরাহের ক্ষেত্রে মিড-ব্যান্ড ফ্রিক্যুয়েন্সিগুলি বিশেষ কার্যকর হবে। এখানে বলে রাখা ভালো যে সরকার যদি বিএসএনএলকে মিড-ব্যান্ডে উপলব্ধ ৭০ মেগাহার্টজের স্পেকট্রাম দান করে, তবে বেসরকারি টেলকোগুলি, যথা – Jio, Airtel, Vi প্রমুখেরা ৩৬০০-৩৬৭০ ব্যান্ডের অাওতায় উপলব্ধ ১০০ মেগাহার্টজ এয়ারওয়েভ পাবে, যা তাদের জন্য যথেষ্ট।