Budget 2025: দাম কমবে মোবাইল ফোনের? আমদানি শুল্ক কমানোর দাবি স্মার্টফোন ব্র্যান্ডগুলির

মাইক, রিসিভার, স্পিকার এবং প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলির উপর শুল্ক কমানোর আর্জি ফোন নির্মাতাগুলির। চীন ও ভিয়েতনামের তুলনায় ভারতে শুল্ক বেশি বলে দাবি করা হয়েছে।

Suvrodeep Chakraborty 28 Dec 2024 7:38 PM IST

মোবাইল তৈরিতে যে উপাদানগুলি লাগে, যেমন - ইন্ডাক্টর কয়েল, মাইক এবং প্রিন্টেড সার্কিট বোর্ডের (পিসিবিএ), সেগুলির উপর আমদানি শুল্ক কমানোর আর্জি স্মার্টফোন ব্র্যান্ডগুলির। আসন্ন বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে এই দাবি রেখেছেন তারা।

এর পাশাপাশি উক্ত পণ্যগুলির বাধ্যতামূলক পরীক্ষা এবং শংসাপত্রের জন্য ভর্তুকি চাওয়া হয়েছে। উৎপাদনকারী সংস্থাগুলির জন্য 15 শতাংশ কর্পোরেট কর মকুব করার আর্জিও রেখেছে তারা। এছাড়াও, একটি প্রযুক্তি অধিগ্রহণ তহবিল গঠন করার আহ্বান জানিয়েছে সংস্থাগুলি।

মাইক, রিসিভার, স্পিকার এবং নমনীয় প্রিন্টেড সার্কিট অ্যাসেম্বলির উপর শুল্ক এখন 15 শতাংশ থেকে কমিয়ে 10 শতাংশ করার দাবি জানিয়েছে ফোন নির্মাতারা। পাশাপাশি প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি উপাদানগুলি শুল্কমুক্ত আমদানির করা হয় সে বিষয়টিও জানানো হয়েছে। বর্তমানে এই উপাদানগুলির শুল্কের হার 2.5 শতাংশ।

ব্যবসায়িক মহলের দাবি, মোবাইল ফোন ইনপুটগুলিতে ভারতে কার্যকর শুল্ক এখন 7 শতাংশ থেকে 7.2 শতাংশ পর্যন্ত রয়েছে, যা চীন এবং ভিয়েতনামের তুলনায় বেশি। বৃহস্পতিবার প্রাক-বাজেট বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে এই সমস্যাগুলি উপস্থাপন করে তারা।

গোটা বিষয়ে ওয়াকিবহাল একজন কর্মকর্তা জানিয়েছেন, এই ক্ষেত্রে অনেকগুলি উপাদান রয়েছে যা শুল্ক সাপেক্ষ। সেই উপাদানগুলিতেই ছাড় চাওয়া হয়েছে। কারণ চীনে এই উপাদানগুলির কোনও শুল্ক দিতে হয় না।

ফোন নির্মাতাগুলির প্রস্তাব, ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (ICEA) ইনপুট এবং সাব-অ্যাসেম্বলি/কম্পোনেন্টগুলির উপ-অংশগুলির শুল্কমুক্ত আমদানি, নির্দিষ্ট উপাদান অংশগুলির জন্য 5 শতাংশ শুল্ক এবং সাব-অ্যাসেম্বলিগুলির জন্য 10 শতাংশ শুল্ক।

Show Full Article
Next Story