কম বাজেটে ৩২ ইঞ্চি সাইজের স্মার্টটিভি কিনবেন? মাত্র ৮,৯৯৯ টাকা ব্যয় করে Flipkart থেকে ঘরে আনুন এই মডেল

টিভি দেখতে কে না ভালোবাসে? হ্যাঁ, যতই স্মার্টফোন-সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি দাপিয়ে বেড়াক না কেন, টিভির রমরমা এখনো...
Anwesha Nandi 25 April 2022 1:40 PM IST

টিভি দেখতে কে না ভালোবাসে? হ্যাঁ, যতই স্মার্টফোন-সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি দাপিয়ে বেড়াক না কেন, টিভির রমরমা এখনো বাজারের অনেকাংশ জুড়ে রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে কম বাজেটে বড় সাইজের একটি নতুন অ্যান্ড্রয়েড টিভি মডেল কিনতে চান, তাহলে আপনার জন্যই আমাদের আজকের প্রতিবেদন। আসলে আজ আমরা ৯,০০০ টাকারও কম দামে উপলব্ধ একটি টিভি মডেলের কথা বলব যাতে ৩২ ইঞ্চি স্ক্রিন বিদ্যমান। আর এই স্মার্টটিভিটি খরিদ করতে বেশি ঝক্কিও পোহাতে হবে না, কারণ পরিচিত ই-কমার্স সাইট Flipkart (ফ্লিপকার্ট)-এ এটি পাওয়া যাবে। তো আসুন, এখন এই সস্তা ৩২ ইঞ্চি স্মার্টটিভি সম্পর্কে খুঁটিনাটি জেনে নিই…

কমপ্যাক্ট বাজেটে কিনুন এই বড় স্ক্রিনের স্মার্টটিভি

আলোচ্য টিভি মডেলটির নাম ইউবা ৩২ ইঞ্চি এইচডি রেডি এলইডি স্মার্টটিভি (Yuwa 32 inch HD Ready LED Smart TV)। এর ডিসপ্লে সাইজ ৩২ ইঞ্চি, যা ১৩৬৬×৭৬৮ পিক্সেল রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। অন্যদিকে এতে ১০ ওয়াটের দুটি স্পিকার রয়েছে। এছাড়া এতে ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল সমর্থন পাবেন ইউজাররা। মিলবে ৫১২ এমবি র‌্যাম এবং ৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধাও।

আবার, এই টিভিতে ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি প্লাস হটস্টারের মত অ্যাপের অ্যাক্সেস পাওয়া যায়। সাথে কানেক্টিভিটির জন্য থাকছে একটি এইচডিএমআই পোর্ট, গেমিং কনসোল, ব্লু রে প্লেয়ার, দুটি ইউএসবি পোর্ট, একটি হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ৯ ওএসে চলবে।

Yuwa 32 inch HD Ready LED Smart TV-র দাম

ইউবা ৩২ ইঞ্চি এইচডি রেডি এলইডি স্মার্টটিভির ম্যাক্সিমাম সেলিং প্রাইজ অর্থাৎ MRP ১৭,৯৯৯ টাকা। তবে মডেলটি ফ্লিপকার্টে ৫০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। ফলে আগ্রহীরা এই টিভিটি ৮,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

Show Full Article
Next Story