Smartphone-এ মিলবে থিয়েটারের বিনোদন এবং হাজার কন্টেন্টের অ্যাক্সেস, ব্যবহার করুন এই Jio ডিভাইস

আজকাল সিনেমা হলে গিয়ে বড় পর্দায় সিনেমা দেখার উন্মাদনা আগের মতো নেই বললেও খুব একটা ভুল হবেনা। কারণ প্রথমত OTT...
Anwesha Nandi 22 Jun 2023 11:21 AM IST

আজকাল সিনেমা হলে গিয়ে বড় পর্দায় সিনেমা দেখার উন্মাদনা আগের মতো নেই বললেও খুব একটা ভুল হবেনা। কারণ প্রথমত OTT প্ল্যাটফর্মগুলির কারণে বাড়িতে বসেই নানা সিনেমা, শো ইত্যাদি উপভোগ করা যায়। শুধু তাই নয়, চাইলে আপনি থিয়েটারের মতো বিনোদন বা মজা ঘরের সোফা, বিছানা ইত্যাদি বসেই পেতে পারেন, আর এর জন্য কোনো বড় জায়গার প্রয়োজন হবেনা। হ্যাঁ, স্ক্রিনকাস্ট, স্মার্টফোনের সাথে স্মার্ট টিভি কানেক্ট, স্মার্ট টিভিতে OTT অ্যাক্সেস ইত্যাদি নানা উপায়ে এখন নিজেদের পছন্দের ডিজিটাল কন্টেন্ট থিয়েটারের মতো করেই বাড়িতে দেখা যায়। আবার গত মাসে Reliance Jio কোম্পানি JioDive নামে একটি বিশেষ VR হেডসেট লঞ্চ করেছে, যা আপনার ইনডোর এন্টারটেনমেন্টের মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দেবে। দুটি লেন্স বিশিষ্ট এই ভার্চুয়াল হেডসেটের সাথে স্মার্টফোনের স্ক্রিনকে যুক্ত করলেই ব্যস!

JioDive-এর দাম, প্রাপ্যতা

স্মার্টফোন-বেসড্ জিওডিভের দাম রাখা হয়েছে ২,৪৯৯ টাকা। কিন্তু কোম্পানি এখন হেডসেটটি কেনার ক্ষেত্রে ৪৮% ছাড় দিচ্ছে, যার ফলে এটি পেতে আপনাকে মাত্র ১,২৯৯ টাকা খরচ করতে হবে। এটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, রিলায়েন্স ডিজিটাল (Reliance Digital) এবং জিওমার্টে (JioMart)-এ কালো রঙের বিকল্পে কেনার জন্য উপলব্ধ।

JioDive-এর সুবিধা

আপনি জিওডাইভে ৬.৭ ইঞ্চি স্ক্রিন সাইজের একটি স্মার্টফোন ইনস্টল করতে সক্ষম হবেন, যদিও হেডসেটের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে একটি স্মার্টফোনের ন্যূনতম ৪.৭ ইঞ্চি ডিসপ্লে থাকতে হবে। এটি ৯০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং ৩৬০ ডিগ্রি ভিউ সহ কন্টেন্ট দেখার সুবিধা দেবে।
এক্ষেত্রে কানেক্টিভিটি নিয়ে চিন্তার প্রয়োজন নেই, কারণ এই হেডসেটটি নূন্যতম অ্যান্ড্রয়েড ৯ এবং আইওএস ১৫ ও তার পরবর্তী সফ্টওয়্যার ভার্সনের সাপোর্টসহ আসে। আবার এটিকে অ্যাডজাস্ট করার জন্য একটি থ্রি-ওয়ে স্ট্র্যাপ, ভিআর ক্লিক বাটন ইত্যাদি অপশনও dewa হয়েছে। এই জিওডাইভ হেডসেটের ওজন মাত্র ৩২৫ গ্রাম।

কীভাবে Jiodive ব্যবহার করবেন?

এই বছরের আইপিএল (IPL) সিজনে ম্যাচগুলি স্মার্টফোনে আরও ভালোভাবে উপভোগ করার সুবিধা দিতে, জিও তার জিওসিনেমা (JioCinema)-র স্ট্রিমিংয়ের পাশাপাশি এই জিওডাইভ হেডসেটটিকে লঞ্চ করে। এটির মাধ্যমে বিনোদন পেতে জিওইমার্স (JioImmerse) অ্যাপটি গুগল প্লে স্টোর (Google Play Store) এবং অ্যাপল অ্যাপ স্টোর (Apple App Store) থেকে ইনস্টল করতে হবে। তারপর অ্যাপটিতে নিজের জিও নম্বর দিয়ে লগইন করতে হবে। এতে করে আপনি জিওসিনেমার সমস্ত কন্টেন্ট উপভোগ করতে পারবেন, তাও সম্পূর্ণ আলাদা অনুভূতিতে!

Show Full Article
Next Story