৬০০ টাকার কমে কিনে ফেলুন Portable Room Heater, এই শীতে পাবেন ব্যাপক আরাম
দেখতে দেখতে শীতের মরসুম এসেই পড়েছে। ফ্যান, এসি চালিয়ে হাওয়া খাওয়ার পার্ট তো অনেকটাই চুকেছে, আবার এক এক সময় প্রয়োজন পড়ছে...দেখতে দেখতে শীতের মরসুম এসেই পড়েছে। ফ্যান, এসি চালিয়ে হাওয়া খাওয়ার পার্ট তো অনেকটাই চুকেছে, আবার এক এক সময় প্রয়োজন পড়ছে উষ্ণতারও। সেক্ষেত্রে আপনি যদি আসন্ন ঠান্ডা দিনগুলির জন্য কোনো হিটার জাতীয় প্রোডাক্ট খুঁজে থাকেন, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি সাশ্রয়ী এবং পোর্টেবল প্রোডাক্টের সন্ধান। আসলে আজ আমরা একটি সেরা পোর্টেবল রুম হিটারের কথা বলব যা কিনতে বেশি ঝামেলা বা খরচ তো হবেই না, তাছাড়াও এটি যেকোনো জায়গায় সঙ্গে করে নিয়েও যাওয়া যাবে। তাহলে চলুন, এখন এই রুম হিটারের সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
পোর্টেবল রুম হিটারের দাম, লভ্যতা
এই মুহূর্তে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিতে প্রচুর পোর্টেবল রুম হিটার কেনার জন্য উপলব্ধ রয়েছে। এগুলির দাম শুরু ৫৯৯ টাকা থেকে। সেক্ষেত্রে আপনারা চাইলে এই অ্যাকাউন্ট খরচ করে অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-র ওয়েবসাইট থেকে বেলুক্সা (Belluxa) ব্র্যান্ডের হিটার কিনতে পারবেন। আর এই হিটারটি বেডরুম, অফিস এমনকি বাথরুমেও ব্যবহার করা যাবে।
Belluxa-র পোর্টেবল রুম হিটারের ফিচার
বেলুক্সা ব্র্যান্ডের পোর্টেবল রুম হিটারের ওজন প্রায় ৪০০ গ্রাম। এতে অ্যাডজাস্টেবল (সামঞ্জস্যযোগ্য) টিল্ট হেড দেওয়া হয়েছে, সাথে রয়েছে লাল রঙের পাওয়ার অন/অফ বাটন এবং ডিজিটাল ডিসপ্লে। ইউজাররা এটি থেকে স্পিড এবং টাইম (সময়) সেট করার বিকল্প পাবেন। এক্ষেত্রে ডিভাইসটি ব্যবহার করতে আপনাকে এটি সকেটে (২৪০ ভোল্ট আউটপুট বিশিষ্ট) প্লাগ করতে করতে হবে। উল্লেখ্য এটি ৪০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন যা ১২ ঘন্টা একটানা ব্যবহারের পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। অন্যদিকে এতে ১৫ থেকে ৩২ ডিগ্রি তাপমাত্রা সেট করার বিকল্প থাকবে।
তবে মনে রাখবেন যে, এই রুম হিটারটি শুধুমাত্র ছোট জায়গার জন্য ব্যবহার করা যাবে; বড় হিটার মেশিনের মত সুবিধা এতে পাওয়া যাবেনা। তাছাড়া অনলাইনে এই প্রোডাক্ট কেনার আগে ভালো করে রিভিউ দেখে নিতে হবে।