গিজারের সাথে লাগান এই ডিভাইস, কম আসবে ইলেকট্রিক বিল, Amazon থেকে করুন অর্ডার
এই শীতের মরসুমে একটু উষ্ণতা পেতে আমরা অনেকেই গিজার কেনার কথা ভেবে থাকি। আবার যাদের বাড়িতে এই অ্যাপ্লায়েন্সটি ইতিমধ্যেই...এই শীতের মরসুমে একটু উষ্ণতা পেতে আমরা অনেকেই গিজার কেনার কথা ভেবে থাকি। আবার যাদের বাড়িতে এই অ্যাপ্লায়েন্সটি ইতিমধ্যেই আছে, তারা চুটিয়ে এটি ব্যবহার করে থাকে। কিন্তু মুশকিল হচ্ছে যে, ঠান্ডার দিনগুলিতে গিজার বেশি ব্যবহার করার কারণে বিদ্যুৎ বিলও বেশি আসতে থাকে। ফলে না চাইতেও আমাদের খরচ বেশ খানিকটা বেড়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে নতুন গিজার কেনার কথা পরিকল্পনা করেন কিংবা আপনার বাড়িতে এই অ্যাপ্লায়েন্সটি থাকে এবং আপনি এর জন্য বেশি টাকা বিল দিতে না চান, তাহলে আপনার মুশকিল আসানের জন্য আজ আমরা বলব একটি বিশেষ ডিভাইসের কথা। আসলে, বাজারে এমন একটি ডিভাইসের চাহিদা রয়েছে যা আপনার বাড়ির বিদ্যুৎ বিল অনেকটাই কমিয়ে দেবে; ফলত এতে আপনি কোনো ভাবনা ছাড়াই স্বচ্ছন্দে যত খুশি জল গরম করতে পারবেন।
ইলেকট্রিক বিল কমাতে ব্যবহার করুন Instant Geyser Water Heater
আজ আমরা যে প্রোডাক্টটির কথা বলব তা একটি শকপ্রুফ ওয়াটার হিটার ডিভাইস। আপনি চাইলে সহজেই এটিকে অনলাইনে অর্ডার করতে পারেন। অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) প্ল্যাটফর্মে এটি ইনস্ট্যান্ট গিজার ওয়াটার হিটার নামে কেনার জন্য উপলব্ধ।
এই প্রসঙ্গে বলে রাখি, বালা (Bala) কোম্পানির এরকমই একটি হিটারের দাম এমনিতে ২,৯৯৯ টাকা, তবে অ্যামাজন এটিতে ৬৩% ছাড় দিচ্ছে যার ফলে আপনারা এটি মাত্র ১,০৯৯ টাকায় পেয়ে যাবেন।
Bala Instant Geyser Water Heater
নির্মাতা সংস্থার মতে, এই হিটারটি ৪০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। আর, খুব সহজেই এটির সেটআপ করা যায়। হিটারটি দেখতে খুব ছোট এবং এর ওজনও বেশ হালকা। এর ক্যাপাসিটি ১ লিটার। সেক্ষেত্রে আগ্রহীদের গিজারের সাথে এটিকে ফিট করতে হবে, যাতে এটি স্বল্প সময়ের মধ্যে গিজারে জল গরম করতে সাহায্য করবে।