মশা বা ইঁদুরের জ্বালায় নাজেহাল? ৭০০ টাকার কমে এই মেশিন কিনুন, আর ঝামেলা থেকে মুক্তি পান

বাড়ি ঘর যতই সাজানো গোছানো হোক না কেন, কমবেশি সবাই-ই মশা-ইঁদুরের উপদ্রব নিয়ে বিরক্ত। হ্যাঁ, 5G বা এই আধুনিক প্রযুক্তির জমানাতেও খুদে জিনিসদুটি বেশির ভাগ…

বাড়ি ঘর যতই সাজানো গোছানো হোক না কেন, কমবেশি সবাই-ই মশা-ইঁদুরের উপদ্রব নিয়ে বিরক্ত। হ্যাঁ, 5G বা এই আধুনিক প্রযুক্তির জমানাতেও খুদে জিনিসদুটি বেশির ভাগ বাড়িতে উপস্থিত থাকে এবং মানুষজনকে ব্যতিব্যস্ত করে তোলে। সেক্ষেত্রে মশা বলুন বা ইঁদুর – উভয়ের হাত থেকে মুক্তি পেতে আমরা নানা ব্যবস্থা নিয়ে থাকি। আবার এখন তো বাজারে মশা-ইঁদুর তাড়ানোর গ্যাজেটও বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে আপনিও যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে একই ধরনের গ্যাজেট ই-কমার্স সাইট Amazon India (অ্যামাজন ইন্ডিয়া) থেকে কিনতে পারেন। কিন্তু কী এমন গ্যাজেট কিনলে দুই খুদে ত্রাসের থেকে পরিত্রাণ পাওয়া যাবে? আসুন বিস্তারিত জেনে নিই…

মশা ও ইঁদুর তাড়াতে ব্যবহার করুন Pest Repeller মেশিন

বাড়িতে থাকা মশা ও ইঁদুর তাড়াতে আপনাকে পেস্ট রিপেলার মেশিন ব্যবহার করতে হবে। এই ধরণের মেশিনের একটি সেরা বিকল্প হল রাইট্র্যাক পেস্ট রিপেলার (WRIGHTRACK Pest Repeller) যা অ্যামাজনে উপলব্ধ। এটি কিনতে আগ্রহীদের মাত্র ৬৬৪ টাকা খরচা করতে হবে।

WRIGHTRACK Pest Repeller মেশিনের কার্যকারিতা

নির্মাতা সংস্থার মতে এই রাইট্র্যাক পেস্ট রিপেলারের মাধ্যমে মশা, ইঁদুরের সাথে আরশোলা, মাকড়সাসহ অন্যান্য পোকামাকড়ও তাড়ানো যায়। তাছাড়া এতে কোনো রাসায়নিক ব্যবহার করা হয় না, ফলে এটি শিশু এবং সাধারণ মানুষের জন্য বেশ নিরাপদ। সবচেয়ে মজার ব্যাপার এই মেশিনে কোনো শব্দ হয় না। 

কাজের কথা বললে, এটি আল্ট্রা সোনিক ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ ব্যবহার করে ইঁদুর ও মশাকে ঘর থেকে দূরে রাখে। অন্যদিকে গ্যাজেটটি ৮০০-১,২০০ স্কোয়ার ফুট এলাকায় কাজ করে, তবে সম্পূর্ণরূপে কাজ করতে এর ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন