BYD India MPV e6: ফুল চার্জে পাড়ি দেবে ৫২০ কিমি পথ, নতুন বৈদ্যুতিক গাড়ি বাজারে এল

BYD India MPV e6 বৈদ্যুতিক এসইউভি গাড়িটি আজ ভারতে লঞ্চ হল। তবে যাত্রী পরিবহণকারী গাড়ি হিসেবে নয়, মূলত বি২বি (business-to-business) সেগমেন্টে ব্যবহারের জন্যই এটি আনা…

BYD India MPV e6 বৈদ্যুতিক এসইউভি গাড়িটি আজ ভারতে লঞ্চ হল। তবে যাত্রী পরিবহণকারী গাড়ি হিসেবে নয়, মূলত বি২বি (business-to-business) সেগমেন্টে ব্যবহারের জন্যই এটি আনা হয়েছে। চিনা অটোমোবাইল সংস্থা BYD Co. Ltd.-র ভারতীয় শাখা BYD India-র হাত ধরেই দেশীয় বাজারে আজ আত্মপ্রকাশ ঘটলো ইলেকট্রিক কারটির। ভারতের দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ – রাজ্যগুলির পাশাপাশি অন্যতম শহর যেমন বিজয়ওয়াড়া, আমেদাবাদ এবং কোচিতে আপাতত পাওয়া যাবে গাড়িটি। আসুন BYD MPV e6-এর ফিচার, ইঞ্জিন, ওয়ারেন্টি ও দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

BYD India MPV e6 ফিচার

গাড়িটিতে ৭১.৭ কিলোওয়াট আওয়ার ক্ষমতা সম্পন্ন একটি ব্লেড ব্যাটারি রয়েছে, যা একক চার্জে ৫২০ কিমি রেঞ্জ দেবে। বিওয়াইডি এমপিভি ই৬ এর ব্যাটারিটি এসি এবং ডিসি উভয় বিকল্পেই ফাস্ট চার্জিংয়ের সুবিধা দেবে। এছাড়া ব্যাটারিটিকে ৩০% থেকে ৮০% চার্জ করতে ৩০ মিনিটের কিছু বেশি সময় লাগবে বলে দাবি করা হয়েছে। একটি ৭ কিলোওয়াট চার্জারের সাথে এসেছে গাড়িটি।

BYD India MPV e6 ইঞ্জিন

বিওয়াইডি এমপিভি ই৬-এর ৭০ কিলোওয়াট আওয়ার ইলেকট্রিক মোটরটি থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টার সর্বোচ্চ গতিবেগ পাওয়া যাবে এবং সর্বাধিক ১৮০ এনএম টর্ক উৎপন্ন হবে।

BYD India MPV e6 ওয়ারেন্টি

ই-যানটির উপর ১.২৫ লক্ষ কিলোমিটার অথবা ৩ বছরের (যেটি আগে হবে) ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি। এছাড়াও ব্যাটারিটির উপর ৮ বছর অথবা ৫ লক্ষ কিলোমিটারের (যেটি আগে হবে) ওয়ারেন্টি থাকছে। অন্যদিকে মোটরটির উপর ৮ বছর অথবা ১.৫ লক্ষ কিলোমিটারের (যেটি আগে হবে) ওয়ারেন্টি পাওয়া যাবে।

BYD India MPV e6 দাম

ভারতের বাজারে বিওয়াইডি এমপিভি ই৬-এর মূল্য ২৯.৬ লক্ষ-টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে।

MPV e6-এর প্রসঙ্গে BYD India-র এক্সিকিউটিভ ডিরেক্টর কেৎসু ঝাং (Ketsu Zhang) বলেছেন, “আমরা নতুন e6 লঞ্চ করতে পেরে ভীষণ আপ্লুত। সবুজায়নের সাথে ভারতের বৈদ্যুতিক ক্ষেত্রে নবজাগরণ হল আমাদের লক্ষ্য।” অন্যদিকে সংস্থার ভারতীয় শাখার বৈদ্যুতিক যাত্রীবাহী গাড়ির সেলস হেড শ্রীরাঙ্গ যোশি (Shrirang Joshi) মন্তব্য করেছেন, “আমরা ভীষণ খুশি শেষ পর্যন্ত নতুন e6 ভারতের বাজারে আনতে পেরে, যা ইতিমধ্যেই বিশ্ববাজারে জনপ্রিয়। সুরক্ষা, ভরসা, ভেতরে জায়গা এবং দামের বিষয়ে বিবেচনা করে আশা করছি যে ভারতের বি২বি বাজারেও আমরা সাফল্য পাবো।”