Vivo, Sony, Asus ব্র্যান্ডের ফোন কেনার আগে সাবধান, খেলা যাচ্ছে না এই জনপ্রিয় গেম

যখন ভারতে BGMI কে নিষিদ্ধ করা হয়েছিল, তখন অনেক ব্যবহারকারী BGMI এবং PUBG-র মতো একটি মোবাইল গেম খেলতে শুরু করেছিল, যায়...
techgup 3 Jun 2023 1:04 PM IST

যখন ভারতে BGMI কে নিষিদ্ধ করা হয়েছিল, তখন অনেক ব্যবহারকারী BGMI এবং PUBG-র মতো একটি মোবাইল গেম খেলতে শুরু করেছিল, যায় নাম 'কল অফ ডিউটি মোবাইল' (Call of Duty Mobile)। কিন্তু বর্তমানে কিছু গেমার তাদের মোবাইলে এই গেমটি খেলতে পারছে না। নিউজ১৮-এর রিপোর্ট অনুযায়ী, Asus, Vivo এবং Sony-র মতো কিছু কিছু ব্র্যান্ডের স্মার্টফোনে ১০ বছরের জন্য এই গেমকে নিষিদ্ধ করা হয়েছে।

নিউজ১৮ ইতিমধ্যেই এই সমস্ত ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করেছিল। ব্যবহারকারীরা রেডিটে r/CallofDutyMobile সাব রেডিটের মাধ্যমে গেম না খেলতে পারার জন্য অভিযোগ করেছেন। যদিও গেম ডেভলপার এখনো পর্যন্ত ওই অভিযোগের প্রতিক্রিয়া দেননি।

এই নিষেধাজ্ঞা কেনো ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। আর এটি কোনো বাগ নাকি ডেভলপার এটা জেনেশুনে করেছেন সেটিও জানা যায়নি। এতে একটি বিষয় সামনে এসেছে, যেখানে দেখা গেছে বেশ কয়েকটি গেমিং ফোন বিশেষ কিছু গেমিং ফিচার অফার করে থাকে। ROG সিরিজের ফোনগুলি এয়ারট্রিগার্স (Air Triggers) অফার করে। এছাড়াও এই ফোনগুলি একটি ইন-গেম ক্রস হেয়ার ওভারল অফার করে যেটা অধিকাংশ ফোনই থাকে না। সম্ভবত এটি কারণ হতে পারে যার জন্য কিছু গেমাররা এই গেমটি খেলতে পারছে না।

এদিকে Sony স্মার্টফোন ব্যবহারকারী এই একই সমস্যার কথা জানিয়েছেন। একজন ব্যবহারকারী রেডিটে বিরক্তি প্রকাশ করে বলেছেন, তিনি কোনো হ্যাক, অ্যামুলেটর অথবা ভিপিএনও ব্যবহার করেননি। এমনকি কখনো চ্যাটে মাইকও চালাননি। তাহলে তাকে কেন নিষিদ্ধ করা হলো সেই প্রশ্নের উত্তরও তিনি জানতে চেয়েছেন ডেভলপারের কাছে। এছাড়া আরো একজন ব্যবহারকারী বলেছেন, তিনি যখন অ্যাক্টিভেশন ওয়েবসাইটে নিষেধাজ্ঞার আবেদন করতে গিয়েছিলেন, তখন তিনি জানতে পারেন তার অ্যাকাউন্টটি নিষিদ্ধ হয়নি। এই প্রসঙ্গে উল্লেখ্য, Asus Zenfone এবং Sony Xperia স্মার্টফোনগুলি এই নিষিদ্ধ তালিকার অন্তর্ভুক্ত।

Show Full Article
Next Story