মোবাইল গেমিংয়ে আসক্তির জের, প্রতিদ্বন্দ্বীকে খুন করল ১৮ বছরের কিশোর

তরুণ প্রজন্মের মধ্যে মোবাইল গেমিংয়ের আসক্তি যে ক্রমশ বেড়েই চলেছে – তা বোধহয় আমাদের কারোরই চোখ এড়ায়না। কৈশোরে থাবা বসানো এই নেশা যে অনেকে ক্ষেত্রে…

তরুণ প্রজন্মের মধ্যে মোবাইল গেমিংয়ের আসক্তি যে ক্রমশ বেড়েই চলেছে – তা বোধহয় আমাদের কারোরই চোখ এড়ায়না। কৈশোরে থাবা বসানো এই নেশা যে অনেকে ক্ষেত্রে মানসিক অস্থিরতাও সৃষ্টি করছে সে বিষয়েও নানা খবর, প্রায়ই আমাদের সামনে আসে। অস্বীকার করার জায়গা নেই সাম্প্রতিক সময়ে যুবসমাজের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে বিভিন্ন ব্যাটেল-রয়্যাল গেম। এই ধরণের গেমের নেশায় বুঁদ হয়ে গেম-প্রেমী বাড়ির লোকের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে কিংবা গেম খেলতে না পারায় তরতাজা প্রাণ আত্মহত্যা করেছে এমন খবর এখন আকছার শোনা যায়। কিন্তু এই গেম খেলার ঝোঁকেই এবার প্রতিদ্বন্দ্বী গেমারকে হত্যা করে বসল ব্রাজিলের এক তরুণ!

রিপোর্ট অনুযায়ী, অলিভেইরা বুয়েনো দা সিলভা নামের এক ১৯ বছরের তরুণী, গেমিংয়ের উদ্দেশ্যে ১৮ বছরের গুইলহেম আলভেস কস্তার বাড়িতে যান। সাও পাওলো শহরে অবস্থিত ওই বাড়িতে পৌঁছানো মাত্রই ‘কল অফ ডিউটি: মোবাইল’ (Call of Duty: Mobile) গেমের অন্যতম টপ প্লেয়ার অলিভেইরাকে বারবার ছুরি দিয়ে আঘাত করে গুইলহেম। ফলে ঘটনাস্থলেই প্রাণত্যাগ করে অলিভেইরা। এরপর গুইলহেম, বিভিন্ন জায়গায় মৃত তরুণীর ছবি শেয়ার করে এবং সেখান থেকে চলে যায়। এই দুই যুগল চলতি বছরের প্রথম দিকে একে অপরের সাথে অনলাইনে যোগাযোগ স্থাপন করেছিল বলে জানা গিয়েছে।

আশ্চর্যের বিষয় এটাই যে, এই কুকীর্তির পর গুইলহেম, শহরের আইনরক্ষকদের কাছে আত্মসমর্পণ করেছে এবং নিজের স্মার্টফোনে রেকর্ড করা একটি ভিডিওতে অপরাধ স্বীকার করে তা প্রিয়জনদের সাথে শেয়ার করেছে। সেক্ষেত্রে নিজেকে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ বলেও দাবি করেছে ওই তরুণ।

তবে অভিযুক্তের মানসিক স্বাস্থ্য ঠিক আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে সাও পাওলোর পাবলিক সিকিউরিটি এজেন্টরা। কারণ কোনো সুস্থ, বুদ্ধিমান ব্যক্তি সামান্য ভিডিও গেমের ঝোঁকে তার সহযোগীকে ছুরিকাঘাত করবে তা মোটেও স্বাভাবিক ঘটনা নয়।

প্রসঙ্গত, এই ধরণের ঘটনা যে প্রথমবার ঘটেছে এমন নয়। এর আগে ২০১০ সালে, জুলিয়ান ব্যারিওস নামে একজন ফরাসী গেমার, কাউন্টার-স্ট্রাইক গেমে তার প্রতিপক্ষকে খুন করে। আবার ২০১৮ সালে, ই-টুর্নামেন্টে হেরে দুজন পেশাদার ভিডিও গেমারকে গুলি করে হত্যা করেছিল এক যুবক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন