৫ মিনিটে ফুল চার্জ হবে স্মার্টফোন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আনছে নতুন সস্তা চার্জিং সিস্টেম

স্মার্টফোনের ব্যাটারি ও চার্জিং টেকনোলজি নিয়ে প্রতিটি স্মার্টফোন কোম্পানিই পরীক্ষা-নিরীক্ষা করছে। ইতিমধ্যেই আমরা Xiaomi-র 200W HyperCharge প্রযুক্তির কথা শুনেছি, যা মুহূর্তে ফোনকে ফুল চার্জ করে…

স্মার্টফোনের ব্যাটারি ও চার্জিং টেকনোলজি নিয়ে প্রতিটি স্মার্টফোন কোম্পানিই পরীক্ষা-নিরীক্ষা করছে। ইতিমধ্যেই আমরা Xiaomi-র 200W HyperCharge প্রযুক্তির কথা শুনেছি, যা মুহূর্তে ফোনকে ফুল চার্জ করে দেবে। তবে এবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক শীঘ্রই একটি ব্যাটারি চার্জিং সিস্টেম নিয়ে আসতে চলেছে, যা ৫ মিনিটের মধ্যে স্মার্টফোনের ব্যাটারিকে ফুল চার্জ করতে পারে। গবেষণা দলের নেতৃত্বে আছেন কেমব্রিজের ক্যাভেন্ডিশ ল্যাবরেটরির ডঃ আশরে রাও। গবেষকরা জানিয়েছেন, তারা লিথিয়াম-আয়ন ব্যাটারির চার্জিং এবং ডিসচার্জিং আচরণ পরীক্ষা করছে এবং চার্জিং গতি নিয়ন্ত্রণ করার জন্য একটি মেকানিজম ডেভলপ করছে, যার ফলে ব্যাটারি সুপার-ফাস্ট চার্জ হবে।

নয়া চার্জিং সিস্টেম হবে সস্তা

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন, তাদের এই নতুন চার্জিং টেকনোলজি লো বাজেটে আসবে এবং অতিরিক্ত গরম এড়ানোর সময় ব্যাটারির চার্জিং সাইকেল বাড়িয়ে তুলবে। আগামী কয়েক বছরের মধ্যে এই চার্জিং সিস্টেম বাজারে বিক্রির জন্য উপলব্ধ হবে।

Xiaomi-র 200W HyperCharge প্রযুক্তি ৮ মিনিটে ফোনকে ফুল চার্জ করে

শাওমি গতমাসে ২০০ ওয়াট হাইপার চার্জ ওয়্যারড (তারযুক্ত) প্রযুক্তি সামনে এনেছিল। এই প্রযুক্তি ৪,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসা Mi 11 Pro কে ৮ মিনিটে ফুল চার্জ করতে সমর্থ হয়েছিল। শুধু তাই নয়, ৩ মিনিটে ০-৫০ শতাংশ চার্জ হয়ে গিয়েছিল ফোনটি।

আবার শাওমি ১২০ ওয়াট হাইপার চার্জ ওয়্যারলেস (তার বিহীন) প্রযুক্তি সামনে এনেছে। শাওমির দাবি, এই প্রযুক্তি ৪,০০০ এমএএইচ ব্যাটারি কে ১৫ মিনিটে ফুল চার্জ করে দেবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন