Aadhaar Card: কোনো ডকুমেন্ট ছাড়া আধার কার্ড বানানো যাবে?

আজকের দিনে দাঁড়িয়ে আধার কার্ডের (Aadhaar Card) প্রয়োজনীয়তার কথা অস্বীকার করবেন, এমন মানুষ সমাজে বিরল। কারণ বৈধ...
SUPARNAMAN 4 Nov 2021 7:15 PM IST

আজকের দিনে দাঁড়িয়ে আধার কার্ডের (Aadhaar Card) প্রয়োজনীয়তার কথা অস্বীকার করবেন, এমন মানুষ সমাজে বিরল। কারণ বৈধ পরিচয়পত্র হিসেবেই নয়, বরং সরকার ও প্রশাসনের একাধিক পরিষেবা প্রাপ্তি থেকে শুরু করে চাকরি, প্যান কার্ডের জন্য আবেদন, ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল বা বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে সুবিধা আদায়ের জন্য আধার কার্ড থাকা আজ বাধ্যতামূলক। তাই কোনো অবস্থাতেই এই নথিকে হাতছাড়া করা চলে না। এমনকি মনের মধ্যে আধার কার্ড সংক্রান্ত কোন প্রশ্নের উদয় হলে, সামান্য পরিশ্রম করে তা সঠিকভাবে জেনে নেওয়া প্রয়োজন। নইলে এক্ষেত্রে কার্ড ব্যবহারের সময় অসুবিধেয় পড়তে হয়।

তাই পাঠকদের কথা চিন্তা করে আজকের প্রতিবেদনে আমরা আধার কার্ড সম্পর্কে উত্থাপিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো। ইন্টারনেটে প্রায়শই এই প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করা হয়। এ সম্পর্কে ভুল তথ্য একজন ব্যক্তিকে বিপথে চালিত করতে পারে। সেজন্য নিয়মিতভাবে সামনে আসা এমন কিছু প্রশ্নের ব্যাপারে আমরা পাঠকদের অবগত করতে চাই।

Show Full Article
Next Story