লাখ লাখ Android Smartphone-এ ত্রুটি পেল সরকার, সাবধানবাণী না মানলে আপনিও পড়বেন বিপদে

এখন ভারতের প্রায় সব মানুষেরই রোজনামচার সাথে জড়িয়ে আছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন (Android Smartphone)। ডিজিটাল ইন্ডিয়ার চারপাশে চোখ রাখলেই ধনী-গরিব, শিশু-বয়স্ক – সমস্ত শ্রেণীর হাতে বিভিন্ন…

এখন ভারতের প্রায় সব মানুষেরই রোজনামচার সাথে জড়িয়ে আছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন (Android Smartphone)। ডিজিটাল ইন্ডিয়ার চারপাশে চোখ রাখলেই ধনী-গরিব, শিশু-বয়স্ক – সমস্ত শ্রেণীর হাতে বিভিন্ন দামের হ্যান্ডসেট দেখা যায়; এদিকে জনসাধারণের চাহিদা ফেলে কেন্দ্রও ভারতে স্মার্টফোন শিল্প প্রসারের চেষ্টা চালাচ্ছে। তবে, এই অবস্থায় দাঁড়িয়েও সম্প্রতি কোটি কোটি ভারতীয় অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারের জন্য সরকার আবারও গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে। এক্ষেত্রে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম অফ ইন্ডিয়া বা CERT-In একটি হাই সিকিউরিটি রিস্কের কথা জানিয়েছে, যার বিষয়ে সচেতন না থাকলে লক্ষ লক্ষ মানুষ হ্যাকিংয়ের দ্বারা প্রভাবিত হতে পারেন।

ঠিক কী বলেছে CERT-In?

সরকারি সংস্থার তরফে বলা হয়েছে যে, নির্দিষ্ট কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোনে তারা একাধিক দুর্বলতা বা ত্রুটি খুঁজে পেয়েছেন, যেগুলি কাজে লাগিয়ে অন্য কেউ ফোনে অ্যাক্সেস পেতে পারে; এমনকি এতে করে চুরি হতে পারে ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্যও। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের সুরক্ষিত থাকার জন্য গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে অ্যাপগুলিকে লেটেস্ট ভার্সনে আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যদি ডিভাইসে কোনো সফ্টওয়্যার বা অ্যান্ড্রয়েড আপডেট উপলব্ধ হয়, তাহলে তা অবিলম্বে ইনস্টল করা বাঞ্ছনীয়।

এই ইউজারদের বেশি বিপদ!

সিইআরটি-ইনের ঘোষণা অনুযায়ী, অ্যান্ড্রয়েড ১১ (Android 11), অ্যান্ড্রয়েড ১৩ (Android 13)-র মতো নতুন ওএস ভিত্তিক ফোনগুলিতে সফ্টওয়্যার জনিত (ফ্রেমওয়ার্ক, সিস্টেম, গুগল প্লে সিস্টেম, কোয়ালকম কম্পোনেন্ট এবং কোয়ালকম ক্লোজড-সোর্স কম্পোনেন্ট সম্পর্কিত) ত্রুটি বা বাগ দেখা গেছে। তাই এদের ইউজারদের ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এছাড়াও, অ্যান্ড্রয়েড ১২এল (Android 12L) ভিত্তিক ওএসে কাজ করা ট্যাবলেট এবং ফোল্ডেবল স্মার্টফোনগুলিও এই ত্রুটিগুলির কারণে হ্যাকিং জাতীয় আক্রমণের ঝুঁকিতে রয়েছে বলে জানানো হয়েছে।

এক্ষেত্রে দুরাভিসন্ধীরা এই ত্রুটিগুলির সুযোগ নিয়ে দূরবর্তী কোডের মাধ্যমে এই ডিভাইসগুলিতে অ্যাক্সেস পেতে পারে এবং তারপর ইউজারদের তথ্য চুরি করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কাটা-ছেঁড়া করতে বা আরও বড় কেলেঙ্কারী ঘটাতে পারে।

নিরাপদ থাকতে স্মার্টফোন ইউজাররা মাথায় রাখুন এইসব উপায়

এর আগেই বলেছি যে, সুরক্ষিত থাকতে মোবাইল অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশনগুলিকে সময়ে সময়ে আপডেট করার পরামর্শ দিয়েছে সরকারি সংস্থা। তাই এই কাজটি অবশ্যই করুন। এছাড়া থার্ড-পার্টি ওয়েবসাইট বা অন্যান্য উৎসের মাধ্যমে হুট করে অ্যাপ ডাউনলোড না করা বা অজানা লিঙ্কগুলিতে ক্লিক না করার কথা মাথায় রাখবেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন