দামী Apple প্রোডাক্ট ব্যবহারেও নেই শান্তি! এইসব ডিভাইসের খামতি সম্পর্কে সাবধান করছে মোদী সরকার

ভারতের বাজারে লেটেস্ট iPhone 15 সিরিজ নিয়ে শুরু হওয়া বিপুল উত্তেজনার মাঝে, এবার লক্ষ লক্ষ Apple ডিভাইস ইউজারের জন্য গুরুতর সতর্কতা জারি করল কেন্দ্র সরকার।…

ভারতের বাজারে লেটেস্ট iPhone 15 সিরিজ নিয়ে শুরু হওয়া বিপুল উত্তেজনার মাঝে, এবার লক্ষ লক্ষ Apple ডিভাইস ইউজারের জন্য গুরুতর সতর্কতা জারি করল কেন্দ্র সরকার। সরকারের নিজস্ব সাইবার এজেন্সি CERT-In হালফিলে জানিয়েছে যে, বিশ্বখ্যাত প্রিমিয়াম ডিভাইস নির্মাতা Apple-এর অনেক প্রোডাক্টে এমন ত্রুটি রয়েছে যার কারণে এগুলির ব্যবহারকারীরা হ্যাকিং বা সাইবার আক্রমণের শিকার হতে পারেন। এক্ষেত্রে তালিকায় দামী আইফোন থেকে শুরু করে Apple Watch-এর মতো ঘড়ির মডেলগুলি অন্তর্ভুক্ত রয়েছে।

হাজার হাজার টাকার Apple ডিভাইস ব্যবহার করলে সাবধান হন

ইলেকট্রনিক্স তথা তথ্য-প্রযুক্তি মন্ত্রকের সাথে যুক্ত ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম তথা সিইআরটি-ইন সম্প্রতি অ্যাপল ডিভাইসের যে ত্রুটিটি সম্পর্কে জনসাধারণকে সাবধান করেছে, তা ওয়েবকিট (WebKit) ব্রাউজার ইঞ্জিনের সাথে সম্পর্কিত। এই উপাদানটি, অ্যাপলের সাফারি (Safari) এবং অন্যান্য ব্রাউজারে ব্যবহৃত হয়, যার মধ্যে সার্টিফিকেশনের ভ্যালিডিটি সংক্রান্ত কিছু গোলমালের কারণে এখন সিকিউরিটি ইস্যু দেখা গেছে। সংস্থাটি বলেছে যে, হ্যাকার স্থানীয় আক্রমণকারীরা এই ত্রুটিগুলি কাজে লাগিয়ে ইউজারদের ব্যক্তিগত তথ্য চুরি করতে এবং তাদের অনেক ধরনের স্ক্যামের ফাঁদে ফেলতে পারে।

এই সমস্ত Apple ডিভাইসে মিলেছে ত্রুটি, দেখুন তালিকা

  • অ্যাপলের আইওএস ১৬.৭, ১৭.০.১ (iOS 16.7, 17.0.1) ভার্সনেরও পুরোনো সফ্টওয়্যার চালিত আইফোন এবং আইপ্যাডওএস ১৬.৭, ১৭.০.১ (iPadOS 16.7, 17.0.1) চালিত ট্যাবলেট।
  • অ্যাপল ম্যাকওএস (Apple macOS)-এর ১২.৭ ভার্সনের পূর্ববর্তী মনেটারি সংস্করণ।
  • ওয়াচওএস (WatchOS)-এর ৯.৬.৩ (9.6.3) ও ১০.০.১ (10.0.1) ভার্সনের চেয়েও পুরোনো সফ্টওয়্যার চালিত ঘড়ি।
  • অ্যাপল সাফারি ১৬.৬.১-এর আগের ভার্সন।
  • অ্যাপল ম্যাকওএস ভেঞ্চুরা (Ventura)-র ১৩.৬ ভার্সনের আগের সফ্টওয়্যার।

এক্ষেত্রে সাবধান থাকে অ্যাপল ব্যবহারকারীদের অবিলম্বে তাদের ডিভাইসগুলি লেটেস্ট সফ্টওয়্যার ভার্সনে আপডেট করতে বলা হয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন