Microsoft Windows সহ একাধিক সফটওয়্যার নিয়ে রেড অ্যালার্ট জারি ভারত সরকারের, এখনই সাবধান হোন

সম্প্রতি বিভিন্ন Microsoft প্রোডাক্টে একাধিক দুর্বলতা লক্ষ্য করেছে ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধিনস্ত...
techgup 16 April 2024 1:51 PM IST

সম্প্রতি বিভিন্ন Microsoft প্রোডাক্টে একাধিক দুর্বলতা লক্ষ্য করেছে ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধিনস্ত সংস্থা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম অর্থাৎ CERT-In। সংস্থাটির মতে এই দুর্বলতাগুলির মাধ্যমে আক্রমণকারী টার্গেট সিস্টেমের সংবেদনশীল তথ্য চুরি করা থেকে শুরু করে, ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণও পেতে পারে।

CERT-In জানিয়েছে, প্রভাবিত প্রোডাক্টের তালিকায় মাইক্রোসফট উইন্ডোজ, মাইক্রোসফট অফিস, ডেভেলপার টুলস, অ্যাজুরে, ব্রোয়ার, সিস্টেম সেন্টার, মাইক্রোসফট ডাইনামিক এবং এক্সচেঞ্জ সার্ভারের মতো নাম অন্তর্ভুক্ত আছে।

এদিকে CERT-In অ্যান্ড্রয়েড এবং মোজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজার ব্যবহারকারীদের একাধিক দুর্বলতার বিষয়েও সতর্ক করেছে, যা আক্রমণকারীকে সংবেদনশীল তথ্য পেতে, দূষিত কোড কার্যকর করতে সাহায্য করতে পারে।

CERT-In-এর পরামর্শ অনুযায়ী, অ্যান্ড্রয়েড 12, 12L, 13, 14, মোজিলা ফায়ারফক্স ভার্সন 124.0.1-এর আগের ভার্সন এবং মোজিলা ফায়ারফক্স ইএসআর ভার্সন 115.9.1-এর পরের ভার্সনগুলি এই দুর্বলতার ফলে বিশেষভাবে প্রভাবিত হয়েছে।

Show Full Article
Next Story