CESL: দেশজুড়ে 5580 ইলেকট্রিক বাস চালাবে এই সরকারি সংস্থা, কমবে ভাড়া

রাষ্ট্রায়ত্ত সংস্থা কনভারজেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেড (CESL) দেশের প্রধান শহরগুলিতে ৫,৫৮০টি ইলেকট্রিক বাস চালানোর কথা ঘোষণা করেছে। ভারত সরকারের গণপরিবহণ ক্ষেত্রটিতে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়ানোর…

রাষ্ট্রায়ত্ত সংস্থা কনভারজেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেড (CESL) দেশের প্রধান শহরগুলিতে ৫,৫৮০টি ইলেকট্রিক বাস চালানোর কথা ঘোষণা করেছে। ভারত সরকারের গণপরিবহণ ক্ষেত্রটিতে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়ানোর আহ্বানে সাড়া দিয়ে এই পদক্ষেপটি নিয়েছে এনার্জি এফিশিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (EESL)-এর সহকারী সংস্থাটি।

যার মধ্যে ১৩০টি হল দোতলা বাস। প্রাথমিক পর্যায়ে কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ এবং সুরাট এই শহরগুলিতে চালানো হবে বৈদ্যুতিক বাসগুলি। এমনকি জুলাই মাস থেকেই এই পরিষেবা চালু করার পরিকল্পনা করছে সিইএসএল (CESL)। এই প্রকল্পটির জন্য সংস্থাটি ৫,৫০০ কোটি টাকার দরপত্র প্রকাশ করেছে, যা এই ক্ষেত্রে এখনও পর্যন্ত বৃহত্তম।

সংস্থাটি জানিয়েছে, এই পদক্ষেপের মধ্য দিয়ে তারা সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে পরিবেশবান্ধব যানবাহনের লক্ষ্যমাত্রা অর্জন করার পাশাপাশি দেশের সবুজায়নে সহায়তা করবে। ২০৫০-এর মধ্যে শূন্য কার্বন নির্গমনের যে লক্ষ্যমাত্রা ভারত সরকার নিয়েছে তা বাস্তবায়িত করতে এটি বিশেষ ভূমিকা পালন করবে। পাশাপাশি ২০৪৭ সালের মধ্যে শক্তির স্বাধীনতার অভীষ্ট পূরণ করতেও সহায়তা করবে এটি।

CESL-এর বক্তব্য, FAME-II প্রকল্পের ভর্তুকির জন্য বাসের ভাড়া কম পড়বে। আগামী দিনে এই পরিষেবা দেশের আরো অন্যান্য শহরে চালু করবে তারা। এই প্রসঙ্গে CESL-এর এমডি এবং সিইও মহুয়া আচার্য বলেছেন, “এটি বিশ্বের এখনও পর্যন্ত সবচেয়ে বড় প্রকল্প।”