CF Moto ভারতে 650 NK, 650 MT, ও 650 GT মোটরবাইকের BS6 ভার্সন লঞ্চ করল

ভারতে বড় ইঞ্জিন ক্যাপাসিটিযুক্ত মোটরসাইকেলের বাজার ধরতে CF Moto একসঙ্গে তিন তিনটি মডেলের বাইক নিয়ে হাজির হল। এই মডেল...
SHUVRO 1 July 2021 4:35 PM IST

ভারতে বড় ইঞ্জিন ক্যাপাসিটিযুক্ত মোটরসাইকেলের বাজার ধরতে CF Moto একসঙ্গে তিন তিনটি মডেলের বাইক নিয়ে হাজির হল। এই মডেল তিনটি হল - CF Moto 650 NK, 650 MT, এবং 650 GT। আগেও ভারতে বাইকগুলি পাওয়া যেত, তবে পরিবেশ রক্ষায় কার্যকর ভারত স্টেজ-৬ (বিএস-৬) দূষণ বিধি চালু হওয়ার পর প্রত্যেকটি বাইককে বাজার থেকে তুলে নেওয়া হয়। এখন বিএস-৬ সহায়ক হিসেবেই সিএফ মোটো ৬৫০ এনকে, সিএফ মোটো ৬৫০ এমটি, এবং সিএফ মোটো৬৫০ জিটি পুনরায় বাজারে পা রেখেছে।

CF Moto 650 NK দাম

সিএফ মোটো ৬৫০ এনকে বাইকের নতুন বিএস-৬ ভার্সনের দাম ৪.২৯ লক্ষ টাকা রাখা হয়েছে। আগের মডেলের চেয়ে যা ৩০,০০০ টাকা বেশি।

CF Moto 650 MT দাম

সিএফ মোটো ৬৫০ এমটি বিএস-৬ এখন ৫.২৯ লক্ষ টাকায় পাওয়া যাবে। এক্ষেত্রে পুরনো মডেলের চেয়ে ৩০,০০০ টাকা বেশি ব্যয় করতে হবে।

CF Moto 650 GT দাম

সিএফ মোটোর ফ্ল্যাগশিপ মোটরসাইকের ৬৫০ জিটি র দাম পূর্বসুরি মডেলের চেয়ে ১০,০০০ টাকা বেশি ধার্য করা হয়েছে। অর্থাৎ এর দাম ৫.৫৯ লক্ষ টাকা।

প্রত্যেকটি বাইকেই ৬৪৯.৩ সিসি-র টুইন সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন থাকছে, যা ৫৬ সর্বোচ্চ বিএইচপি পাওয়ার এবং ৫৪ এনএম টর্ক উৎপাদনের ক্ষমতা রাখে। উল্লেখ্য, বিএস-৬ মাপকাঠি মেনে ইঞ্জিন তৈরি করার জন্য পাওয়ার এবং টর্ক আউটপুট আগের তুলনায় অনেকটাই কমেছে। পরিবেশবান্ধব ইঞ্জিন ছাড়া বাইকগুলি অন্য কোনও আপডেট পায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story
Share it