50 টাকায় বদলান Aadhaar Card এর মোবাইল নম্বর, কোনো ডকুমেন্ট ছাড়াই করুন আপডেট

Change Mobile Number In Aadhaar: ভারতে প্রত্যেক নাগরিকের জন্য আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। যেকারণে আধার কার্ডের সমস্ত তথ্য সঠিক থাকা খুব জরুরি। এর জন্য সময়ে…

Change Mobile Number In Aadhaar: ভারতে প্রত্যেক নাগরিকের জন্য আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। যেকারণে আধার কার্ডের সমস্ত তথ্য সঠিক থাকা খুব জরুরি। এর জন্য সময়ে সময়ে পরিবর্তিত তথ্য আপডেট করতে হয়। আর ঘরে বসে তথ্য আপডেট করার জন্য আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত থাকা দরকার। কিন্তু অনেক সময় আমরা মোবাইল নম্বর পরিবর্তন করি। সেক্ষেত্রে আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত বা আপডেট করার জন্য ৫০ টাকা চার্জ নেওয়া হয়। আসুন কীভাবে আধারে মোবাইল নম্বর আপডেট করবেন জেনে নেওয়া যাক।

Aadhaar Card-এ মোবাইল নম্বর পরিবর্তন করবেন কীভাবে

আপনাকে জানিয়ে রাখি যে, আধারে নতুন ফোন নম্বর আপডেট করার প্রক্রিয়া যথেষ্ট সহজ। কিন্তু মোবাইল নম্বর আগে যুক্ত করা না থাকলে এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে।

আধারে মোবাইল নম্বর পরিবর্তন করতে, ইউআইডিএআই ওয়েবসাইটে যান এবং ‘My Aadhaar’ অপশন থেকে লগইন করুন।

এবার ‘Update Aadhaar’ অপশনে যান এবং নতুন মোবাইল নম্বর লিখুন।

এরপর চেকবক্সে ক্লিক করে সাবমিট করুন।

তারপর মোবাইল নম্বরটি ভেরিফাই করুন ও নিশ্চিত করুন।

অফলাইনে আধার কার্ডের মোবাইল নম্বর কীভাবে পরিবর্তন করবেন 

যদি আপনার মোবাইল ফোনটি হারিয়ে যায় বা কোনও কারণে নম্বরটি নষ্ট হয়ে যায় তাহলে আপনার ইউআইডিএআই ডাটাবেসে নতুন নম্বর আপডেট করা উচিত। এর জন্য নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। এবার আধার এক্সিকিউটিভের কাছে ফর্ম চেয়ে সঠিক তথ্য লিখে জমা দিন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন