ChatGPT Search SearchGPT

গুগলকে টেক্কা দিতে চ্যাটজিপিটি সার্চ ফিচার নিয়ে এল ওপেনএআই

ChatGPT Search SearchGPT - চ্যাটজিপিটির সার্চ ফিচার ফ্রি চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য আগামী মাসে চালু করা হবে। শুরুতে চ্যাটজিপিটি প্লাস ও টিম সাবস্ক্রাইবাররা এই ফিচারের স্বাদ নিতে পারবে। এছাড়া আগামী সপ্তাহে এন্টারপ্রাইজ ও শিক্ষার্থীদের জন্য চ্যাটজিপিটির সার্চ ফিচার রোল আউট করা হবে।

Ankita Mondal 1 Nov 2024 8:44 AM IST

সারা বিশ্বে ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে চ্যাটজিপিটি। এই জনপ্রিয়তা আরও বাড়াতে ওপেনএআই এবার চ্যাটজিপিটি-র সাথে সার্চ ফিচার জুড়ে দিল। এর নাম রাখা হয়েছে সার্চজিপিটি (SearchGPT)। এটি গুগল সার্চ ও মাইক্রোসফট বিং সার্চ কে টেক্কা দেবে বলে দাবি করা হচ্ছে। নতুন সার্চ ফিচার জিপিটি-৪০ মডেলে যুক্ত করা হয়েছে এবং এটি কিছুদিন আগে সার্চজিপিটি-র যে প্রোটোটাইপ দেখানো হয়েছিল তার থেকেও শক্তিশালী। নতুন সার্চ ফিচার চ্যাটজিপিটি ওয়েবসাইট, মোবাইল ও ডেস্কটপ অ্যাপে পাওয়া যাবে।

ওপেন এআই জানিয়েছে যে, ইউজারদের সঠিক সার্চ রেজাল্ট দেখাতে চ্যাটজিপিটি সার্চ বিংয়ের মতো থার্ড পার্টি সার্চ প্রোভাইডারদের সাথে কাজ করবে এবং বিভিন্ন তথ্য শেয়ার করবে। এছাড়া চ্যাটজিপিটি সার্চ রেজাল্ট সঠিক করতে থার্ড পার্টি সার্চ প্রোভাইডারদের সাথে ইউজারদের আইপি অ্যাড্রেস শেয়ার করবে।

নতুন সার্চ ফিচার নিয়ে স্যাম অল্টম্যান একটি এক্স পোস্টে লিখেছে, 'চ্যাটজিপিটি প্লাস এবং ক্রোম এক্সটেনশন ইনস্টল করে এখন সঠিক সার্চ রেজাল্ট পাওয়া যাবে চ্যাটজিপিটি। আমি আনন্দের সাথে স্বীকার করছি যে, যখন আমরা সার্চজিপিটির প্রোটোটাইপ তৈরি করেছিলাম তখন এটি খুব ভালো ছিল না, তবে এখন এটি ... আসলেই ভালো।'

কারা চ্যাটজিপিটি সার্চ ব্যবহার করতে পারবেন?

ওপেনএআই জানিয়েছে যে, চ্যাটজিপিটির সার্চ ফিচার ফ্রি চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য আগামী মাসে চালু করা হবে। শুরুতে চ্যাটজিপিটি প্লাস ও টিম সাবস্ক্রাইবাররা এই ফিচারের স্বাদ নিতে পারবে। এছাড়া আগামী সপ্তাহে এন্টারপ্রাইজ ও শিক্ষার্থীদের জন্য চ্যাটজিপিটির সার্চ ফিচার রোল আউট করা হবে।

ওপেনএআই বলেছে যে, তারা নতুন সার্চ ফিচার নিয়েও কাজ করছে। ভবিষ্যতে ব্যবহারকরীরা লগআউট করেও অ্যাডভান্স ভয়েস মোডের মাধ্যমেও সার্চ করতে পারবে।

কীভাবে চ্যাটজিপিটি সার্চ ব্যবহার করবেন?

চ্যাটজিপিটি সার্চ ব্যবহার করার জন্য ইউজারদের চ্যাটজিপিটির ওয়েবসাইট, মোবাইল বা ডেস্কটপ অ্যাপে যেতে হবে এবং সেখানে 'আর্থ' আইকনে ক্লিক করতে হবে। এরপর কিছু সার্চ করলে রেজাল্ট নীচে চলে আসবে।

Show Full Article
Next Story