Chhath Puja 2024

ছট পুজো উপলক্ষে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকে প্রিয়জনদের পাঠান স্টিকার, শুভেচ্ছা বার্তা

Chhath Puja 2024 - সূর্য দেবতা এবং ছটি মাইয়ার পুজো হিসাবে হিন্দু ধর্মে পালিত হয় ছট পুজো। এ বছর ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে ছট পুজো। এই উৎসব উপলক্ষে আপনজনদের পাঠিয়ে দিন শুভেচ্ছা বার্তা।

Puja Mondal 5 Nov 2024 2:16 PM IST

Chhath Puja 2024: দীপাবলির পরেই যে উৎসবকে কেন্দ্র করে আরও একবার আনন্দে মেতে ওঠে ভারতবাসী তার সূচনা হয়ে গিয়েছে আজ থেকেই। অবাঙালি হিন্দুদের মধ্যে এই ছট পুজো ভীষণ গুরুত্বপূর্ণ। সূর্য দেবতা এবং ছটি মাইয়াকে বলা হয় ছট পুজো। এই উৎসব উপলক্ষে প্রিয়জনদের পাঠিয়ে দিন শুভেচ্ছা বার্তা এবং ফেসবুক, ইন্সটাগ্রামে দিতে পারেন ছট পুজোর স্টেটাস।

ছট পুজোর হোয়াটসঅ্যাপ স্টিকার (Chhath Puja WhatsApp Stickers)

চ্যাট অপশনে নীচে ইমোজি আইকনে ক্লিক করুন।

ছট পুজোর স্টিকার খুঁজে না পেলে + আইকনে ক্লিক করে স্টিকার স্টোরে যান।

গুগল প্লে স্টোর থেকে স্টিকার অ্যাপ ডাউনলোড করতে পারেন।

তারপর অ্যাপে সার্চ করুন ছট পুজো স্টিকার।

ফেসবুকে, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে ছট পুজোর GIF পাঠাবেন কীভাবে?

হোয়াটসঅ্যাপ :

যাকে পাঠাতে চান সেই চ্যাটে যান। ইমোজি আইকনে ক্লিক করে GIF বাটনে ট্যাব করুন। তারপর সার্চ করুন ছট পুজো। এবার সিলেক্ট করে পাঠিয়ে দিন।

ইনস্টাগ্রাম :

ইনস্টাগ্রাম খুলে স্টোরি এডিটর অপশনে যান। সোয়াইপ আপ করে GIF অপশনে ক্লিক করুন। এখানের ছট পুজো সার্চ করে পাঠিয়ে দিন বন্ধুদের।

এছাড়া ইনস্টাগ্রাম স্টোরিতে ক্লিক করে ছট পুজোর স্টিকার, GIF, ছবি বা ভিডিয়ো আপলোড করতে পারেন।

ফেসবুক :

ফেসবুক খুলে স্টোরি অপশনে ক্লিক করুন। ছট পুজোর জন্য পছন্দের ছবি বা ভিডিয়ো সিলেক্ট করুন। এর সঙ্গে যোগ করতে পারেন গান। এবার ছট পুজো স্টিকার সার্চ করুন। স্টোরি তৈরি হয়ে গেলে আপলোড করে দিন।

ছট পুজো ২০২৪ শুভেচ্ছা বার্তা

এই ছট সবার জীবনে সুখ এবং শান্তি বয়ে আনুক। সকলের উপর ছটি মাইয়ার আশীর্বাদ বর্ষিত হোক।

ছট পুজো উদযাপন করার সঙ্গে আসন্ন বছরটি ভালোবাসা এবং আনন্দে ভরে উঠুক।

সূর্য দেব এবং ছটি মাইয়ার আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত কষ্ট দূর হোক।

এই বিশেষ দিনটি আপনার জীবনে নতুন আনন্দ এবং ভালোবাসা নিয়ে আসুক। শুভ ছট পুজো।

Show Full Article
Next Story