Chinese App ban: চীনের উপর ফের ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক, সরকার ব্যান করল ২০০ -র বেশি মোবাইল অ্যাপ

ভারত সরকার আবারও চীনা অ্যাপগুলির (Chinese App) বিরুদ্ধে ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক চালালো। নিরাপত্তাজনিত কারণে চীনের ২০০টিরও বেশি অ্যাপ নিষিদ্ধ করেছে তারা। এসব অ্যাপের মধ্যে রয়েছে…

ভারত সরকার আবারও চীনা অ্যাপগুলির (Chinese App) বিরুদ্ধে ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক চালালো। নিরাপত্তাজনিত কারণে চীনের ২০০টিরও বেশি অ্যাপ নিষিদ্ধ করেছে তারা। এসব অ্যাপের মধ্যে রয়েছে ১৩৮টি বেটিং অ্যাপ এবং ৯৪টি লোন অ্যাপ। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY) ইতিমধ্যেই এই অ্যাপগুলি ব্লক করতে শুরু করেছে।

রিপোর্টে বলা হয়েছে, ছয় মাস আগে থেকে ২৮৮টি চীনা লোন অ্যাপের উপর নজরদারি শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ৯৪টি অ্যাপ গুগল অ্যাপ স্টোরে এবং অন্যান্য অ্যাপগুলি থার্ড পার্টি স্টোরে উপলব্ধ ছিল। এই অ্যাপগুলির মধ্যে বেশিরভাগকেই এখন নিষিদ্ধ করা হয়েছে। যারপর, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক (এমইআইটিওয়াই) এই অ্যাপগুলি ব্লক করতে শুরু করেছে

জরুরী ভিত্তিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে

তেলেঙ্গানা, ওড়িশা ও উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলির পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি এই অ্যাপগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে সুপারিশ করে। যারপর জরুরী ভিত্তিতে ১৩৮টি বেটিং ও ৯৪টি চীনা লোনের অ্যাপ ব্লক করা হয়েছে।

লোন দেওয়ার নামে ব্ল্যাকমেইল করা হত

উল্লেখ্য, এই সমস্ত লোনের অ্যাপগুলি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করে ব্ল্যাকমেইল করত। এরা কোনও কাগজপত্র এবং কেওয়াইসি ছাড়াই লোন দেওয়ার প্রস্তাব দিত। তবে যেই অ্যাপগুলি ডাউনলোড করা হত সঙ্গে সঙ্গে ব্যক্তিগত ডেটা হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইল করা হত।