দাম লাখের সামান্য বেশি, ট্যাঙ্ক ভর্তি করলে 640 কিমি নিশ্চিন্তে, বাজারে এল দুর্দান্ত রেট্রো বাইক

চীনের ডায়ু মোটরসাইকেল (Dayun Motorcycle) লঞ্চ করল একটি এন্ট্রি লেভেল রেট্রো মোটরসাইকেল। Dayun LATTE 200-6F নামাঙ্কিত বাইকটি ঘরেলু মার্কেটে নিয়ে এসেছে তারা। বেস ও প্রিমিয়াম…

চীনের ডায়ু মোটরসাইকেল (Dayun Motorcycle) লঞ্চ করল একটি এন্ট্রি লেভেল রেট্রো মোটরসাইকেল। Dayun LATTE 200-6F নামাঙ্কিত বাইকটি ঘরেলু মার্কেটে নিয়ে এসেছে তারা। বেস ও প্রিমিয়াম ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে সেটি। রঙ ছাড়া বেস ভ্যারিয়েন্টটির সাথে অপর মডেলটির কোনও পার্থক্য নেই। টপ এন্ড মডেলটিতে রয়েছে ডুয়েল টোন ক্যাফে রেসার পেইন্ট স্কিম। আপাদমস্তক সাবেকিয়ানার ভরপুর বাইকটি।

Dayun LATTE 200-6F-এর ফ্রন্ট ফেন্ডার এবং সিটটি আগাগোড়া রেট্রো ডিজাইনের। আবার একে অধিক সাবেকি করে তুলতে পাশে যাতে লেদারের ব্যাগ ঝোলানো যায় তার ব্যবস্থা রয়েছে। ১৬ লিটারের ফুয়েল ট্যাঙ্ক জ্বালানিতে সম্পূর্ণ ভর্তি থাকলে ৬০০ কিমি পথ অতিক্রম করা যাবে। লিটার প্রতি গড় মাইলেজ ৪০ কিমি। ফিচারগুলির মধ্যে এলইডি ডিআরএল সহ সংস্থার লোগো, ডিজিটাল এলসিডি ইন্সট্রুমেন্ট এবং একটি কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম উল্লেখযোগ্য।

পারফরম্যান্সের জন্য LATTE 200-6F মোটরসাইকেলে একটি ১৯৮ সিসি এয়ার কুল্ড রয়েছে, যার সর্বোচ্চ আউটপুট ১৫.৩ পিএস এবং ১৫.৫ এনএম। গিয়ারের সংখ্যা পাঁচ। সংস্থার দাবি বাইকটি ঘন্টায় ১২০ কিমি সর্বোচ্চ গতিবেগ তুলতে সক্ষম। ১৭ ইঞ্চি অ্যালুমিনিয়াম স্পোক হুইল সহ সামনে ১১০/৭০ ও পেছনে ১৩০/৭০ রাবার টায়ারে চলবে। সাসপেনশনের জন্য ইউএসডি ফর্ক এবং টুইন শক অ্যাজর্ভার দেওয়া হয়েছে এতে।

Dayun LATTE 200-6F-এর দাম ৮৯৮০ ইউয়ান থেকে শুরু, ভারতীয় মুদ্রায় প্রায় ১.০৫ লক্ষ টাকার সমান৷ আরেকটি ভ্যারিয়েন্টের টাকার অঙ্কে মূল্য৷ Dayun এ দেশে ব্যবসা করে না৷ ফলে ভারতে বাইকটি লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এখানে Yamaha FZ-X ওই বাইকটির সমতুল্য বলা চলে।