ভারতে এই প্রথমবার বিক্রি কমছে চীনা স্মার্টফোনের! দুর্দিন আসন্ন মনে করছে মার্কেট বিশেষজ্ঞরা

ভারত-চীন উত্তেজনার পর, খবরে বারবার উঠে আসছে চীনা দ্রব্য বর্জন করার কথা। ভারতে চীনা ব্র্যান্ডের স্মার্টফোন মানে Xiaomi, Oppo, Vivo ইত্যাদি সংস্থার ফোনগুলি খুবই জনপ্রিয়।…

ভারত-চীন উত্তেজনার পর, খবরে বারবার উঠে আসছে চীনা দ্রব্য বর্জন করার কথা। ভারতে চীনা ব্র্যান্ডের স্মার্টফোন মানে Xiaomi, Oppo, Vivo ইত্যাদি সংস্থার ফোনগুলি খুবই জনপ্রিয়। কিন্তু গত ১৩ই জুনের ঘটনায় ২০ জন ভারতীয় সেনা শহিদ হওয়ার পর
চীনা দ্রব্য বয়কট করার যে দাবি উঠেছে, তার প্রভাব পড়েছে সমস্ত চীনা সংস্থার ডিভাইসগুলির ওপর। এছাড়া ভারতে কাস্টম ক্লিয়ারেন্সের জন্য সংস্থাগুলি যে ঝামেলায় পড়ছে সে কথাও আমরা আপনাদের জানিয়েছি।

ফলে মনে করা হচ্ছে এবার সত্যি সত্যি এই জনপ্রিয় চীনা স্মার্টফোন সংস্থাগুলির দুর্দিন আসতে চলেছে। কারণ এই প্রথমবার, চীনা স্মার্টফোনগুলির বিক্রি কমতে দেখা গেছে। IDC ইন্ডিয়া, কাউন্টারপয়েন্ট রিসার্চ এবং Canalys-এর মত সূত্র মনে করছে, সদ্য সমাপ্ত এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিগুলির লোকসান হতে চলেছে।

মার্কেট ট্র্যাকাররা মনে করছেন এই ঘটনার জন্য কিছুটা দায়ী সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা চীন বিরোধী আন্দোলন। এছাড়া করোনা ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের প্রভাবে চাইনিজ ব্র্যান্ডগুলির সাপ্লাই চেনও ক্ষতিগ্রস্থ হয়েছে এবং লকডাউনের সময় ভারতীয় ফ্যাক্টরিতেও আগের মতো উৎপাদন করা যায়নি। এই কারণে ক্রমবর্ধমান চাহিদা থাকা সত্ত্বেও, চীনা ব্র্যান্ডগুলি আগের মতো ডিভাইস বিক্রি করতে সক্ষম হয়নি।

জানুয়ারি-মার্চ প্রান্তিকে শাওমি, অপ্পো, ভিভো এবং ওয়ানপ্লাসের মতো চীনা ব্র্যান্ডের, বাজারে শেয়ার ছিল ৮০ শতাংশ। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন যে, পরবর্তী প্রান্তিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে সংস্থাগুলির শেয়ার ৫ থেকে ৯ শতাংশ হ্রাস হতে পারে। IDC ইন্ডিয়া রিসার্চের পরিচালক নভকেন্দর সিং মনে করছেন দ্বিতীয় প্রান্তিকে দক্ষিণ কোরিয়ান সংস্থা স্যামসাংয়ের প্রবৃদ্ধি দেখা যাবে।

বর্তমানে চাইনিজ ডিভাইসগুলির অনলাইন সেল তো কমছেই পাশাপাশি অফলাইনে বাজারেও এগুলির স্টক সীমিত। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভের জেরে অনেকেই চাইনিজ ডিভাইস কেনার আগে দুবার ভাবছেন। ফলে নন-চীনা ব্র্যান্ডগুলির বিক্রি বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *