Christmas ও New Year-এ কী উপহার দেওয়া যায়? রইল 2 হাজারের কমে সেরা 5 ট্রেন্ডিং গ্যাজেট

আর কিছুদিন পরই Christmas এবং তারপর New ইয়ার। বছরের এই সময়টা নতুন উপহার দেওয়া-নেওয়া চলে। আপনজনদের দিতে পারেন 2 হাজার টাকার কমে এই 5 সেরা গ্যাজেট।

Ankita Mondal 22 Dec 2024 7:03 PM IST

উপহার পেতে সবারই ভালো লাগে। এই Christmas ও New Year 2025 উপলক্ষে আপনিও প্রিয়জনদের খুশি করতে পারেন কম খরচে। রইল 2000 টাকার কমে টেকসই এবং কাজে আসবে এমন 5 গ্যাজেটের সন্ধান। আসন্ন বড়দিন ও ইংরেজি নতুন বছর 2025 উপলক্ষে পরিবার, বন্ধু ও প্রেমিক-প্রেমিকাকে এই উপহারগুলি (Gift Ideas) দিয়ে মনমুগ্ধ করতে পারেন। আসুন দেখে নেওয়া যাক।

Christmas ও New Year 2025 : গিফ্ট আইডিয়া

Jio Tag Air

ঠিক Apple Tag Air এর মতোই কাজ করে Jio Tag Air। এয়ারপোর্ট, স্টেশন বা যেসব জায়গায় ব্যাগ হারানোর ভয় থাকে সেখানে কাজে আসবে ছোট্ট ডিভাইসটি। যারা মাঝে মধ্যেই ভ্রমণে যান তাঁদের উপহারটি দিলে ভীষণ খুশি হবেন। এই ডিভাইসে পাবেন দীর্ঘ ব্যাটারি লাইফ। দাম 1,499 টাকা।

Ant Esports MK 1850 Wired Gaming Keyboard

আপনার পরিবারের মধ্যে এমন কেউ রয়েছে যে গেম খেলতে খুব ভালোবাসে? তাহলে তাকে উপহার দিতে পারেন এই কিবোর্ড। 1799 টাকা মূল্যের এই কিবোর্ডে পাবেন 104টি কি, অ্যান্টি-ঘোস্টিং, RGB ব্যাকলাইটিং এবং রেড সুইচ। এই দামে এমন ফিচার্স পাওয়া খুবই বিরল। তাই এটি ভালো বিকল্প হতে পারে।

Augen Dragon Ball Z Goku 7 Action Figure

অ্যানাইম ভক্ত? ড্রাগন বল জি-র গোকুকে ভালো লাগে? তাহলে এই উপহারটি দিলে তার খুশির ঠিকানা থাকবে না। ছোট বেলায় অনেকই ড্রাগন বল জি কার্টুন দেখে বড় হয়েছেন। তাদের 24 সেন্টিমিটারের গোকুর এই পুতুলটি দিলে নস্টালজিক হয়ে পড়বেন। দাম 1500 টাকা।

WeCool S7 Selfie Stick ও Tripod Stand

কন্টেন্ট ক্রিয়েটর হলে বা সেলফি তুলতে ভালোবাসলে কাজে আসতে পারে এই ডিভাইসটি। পোর্টেবেল শুট করার জন্য কার্যকরী। এর সঙ্গে ব্লুটুথ রিমোটও পাওয়া যাবে। সেলফি স্টিক 71 ইঞ্চি পর্যন্ত প্রসারিত করা যাবে। এই ডিভাইসটির দাম 1799 টাকা।

Ambrane 1000mAh Wireless Power Bank

আইফোন 12 ও তার বেশি এবং অ্যান্ড্রয়েড ফোনে সাপোর্ট করে Ambrane এর এই ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক। অফিস বা ঘুরতে গেলে অনায়াসে বহন করতে পারবেন। 22.5 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে এই পাওয়ার ব্যাঙ্কে। সাথে 15 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জিং। এই ডিভাইসটির দাম 1500 টাকা।

Show Full Article
Next Story