Citreon C3 Elecric: লড়াই চলবে Tata Tigo EV এর সঙ্গে, সিট্রোয়েনের প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ বছর শেষের আগেই

আগামী কয়েক বছরের মধ্যে ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে গ্রাহকদের হাতের নাগালে যে অগণিত মডেলের সম্ভার থাকবে, তার আভাস এখন থেকেই স্পষ্ট। দেশি সংস্থার পাশাপাশি নামজাদা…

আগামী কয়েক বছরের মধ্যে ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে গ্রাহকদের হাতের নাগালে যে অগণিত মডেলের সম্ভার থাকবে, তার আভাস এখন থেকেই স্পষ্ট। দেশি সংস্থার পাশাপাশি নামজাদা বিদেশি কোম্পানিগুলিও ভারতের বাজারকে লক্ষ্য করে তাদের চোখ জুড়ানো ইলেকট্রিক গাড়ি হাজির করছে। যেমন গত মাসেই বহুজাতিক ফরাসি গাড়ি নির্মাতা সিট্রোয়েন (Citreon) এদেশে পেট্রল চালিত C3 লঞ্চ করেছে। এবারে তাদের নজর বৈদ্যুতিক গাড়ির বাজারে। প্রথাগত জ্বালানি চালিত হ্যাচব্যাক C3 এবারে ইলেকট্রিক ভার্সনে আনতে চলেছে ফরাসি সংস্থাটি। একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, আগামি ডিসেম্বরে Citreon C3 EV আত্মপ্রকাশ করবে। ২০২৩-এর এপ্রিল নাগাদ বিক্রি শুরু হতে পারে ব্যাটারি চালিত গাড়িটির।

Citreon C3 EV সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

ভারতীয় বাজারে Citreon C3 EV-র দাম ১৩ লাখ টাকার কাছাকাছি রাখা হতে পারে। লঞ্চের পর Tata Tigor EV-এর সাথে সরাসরি প্রতিযোগিতায় নামবে C3 EV। এটি Stellantis-এর গ্লোবাল মডিউলার CMP প্ল্যাটফর্মের স্থানীয় ভার্সনের উপর ভিত্তি করে তৈরি হবে বলে জানা গেছে। যদিও সংস্থার তরফে ইলেকট্রিক গাড়িটির স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি। অনুমান করা হচ্ছে এটি সিঙ্গেল মোটর, টু-হুইল ড্রাইভ পাওয়ারট্রেন সহ হাজির হবে। এতে মিলতে পারে একাধিক আকারের ব্যাটারির বিকল্প।

ব্যাটারি থেকে ৩০০-৩৫০ কিমি রেঞ্জ মিলতে পারে। আবার Citreon C3 EV-তে থাকতে পারে ফাস্ট চার্জিং অপশন। অবগতির জন্য জানিয়ে রাখি, আন্তর্জাতিক বাজারে বিক্রিত ইলেকট্রিক মডেল Opel Corsa-e গাড়িটিও Stellantis-এর CMP প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে যাতে রয়েছে, একটি ৫০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। এর রেঞ্জ ৩৬২ কিমি।

Citreon C3 EV-র ফিচার্স

সিট্রোয়েন সি৩ ইভি-তে দেওয়া হতে পারে একগুচ্ছ অত্যাধুনিক ফিচার। সূত্রের দাবি, এর জীবাশ্ম জ্বালানির মডেলের চাইতে বৈদ্যুতিক ভার্সনটি হবে আরও উন্নত। অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস ফোন চার্জার এবং ক্রুজ কন্ট্রোলের মতো ফিচার্সের দেখা মিলবে এতে। যা পেট্রোল ভার্সনে অনুপস্থিত। এছাড়া থাকবে ১০ ইঞ্চি টাচস্ক্রিন সহ অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে প্রযুক্তি। Tata Tigor EV ছাড়াও আসন্ন Tata Altroz EV -র সাথেও টক্কর চলবে All-Electric Citreon C3-র।