Citroen Electric Car: 2023-এ সস্তায় ভারতে আসছে ফরাসী সংস্থার বৈদ্যুতিক গাড়ি, Tata Punch EV-র সাথে হবে লড়াই
ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী রূপে আত্মপ্রকাশ করতে চলেছে সিট্রোয়েন (Citroen)। ইতিমধ্যেই C3 মডেলের...ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী রূপে আত্মপ্রকাশ করতে চলেছে সিট্রোয়েন (Citroen)। ইতিমধ্যেই C3 মডেলের হ্যাচব্যাক কিন্তু এসইউভির মতো স্পোর্টি লুকের পেট্রলচালিত গাড়ি এ দেশে লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে তারা। সেই গাড়ির আর্কিটেকচারের উপর ভিত্তি করেই সামনের বছর ব্যাটারিচালিত গাড়ি ভারতে নিয়ে আসার পরিকল্পনা করছে সংস্থাটি। এর দৈর্ঘ্য হবে চার মিটারের কম। ৯০ শতাংশের বেশি স্থানীয় সরঞ্জাম এতে ব্যবহার করা হবে এতে। Tata Punch EV-র প্রতিদ্বন্দ্বী হিসেবে আসতে পারে এটি।
পাশাপাশি সিট্রোয়েন ভারতের বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের জন্য একাধিক মডেলের মাল্টিপারপাস ভেহিকেল (MPV) ও ক্রসওভার ইউটিলিটি ভেহিকেল (CUV) গাড়ির সম্ভার হাজির করতে পারে। এই খবর সংস্থাটির মালিক বহুজাতিক গাড়ি নির্মাতা স্টেলান্টিস গোষ্ঠীর (Stellantis Group) সিইও কার্লোস টাভারেস জানিয়েছেন। তিনি বলেন, সিট্রোয়েনের বিদ্যুৎ চালিত গাড়ি হবে সাশ্রয়ী মূল্যের। এবং সংস্থার ‘C-cubed’ স্মার্ট কার প্রোগ্রামের আওতায় গাড়িগুলি তৈরি হয়েছে। এই প্রকল্পের আওতায় তৈরি C3 গাড়িটি হতে চলেছে সংস্থার প্রথম প্রোডাকশন মডেল।
C-cubed প্রোগ্রামের প্রসঙ্গে সংস্থাটি বলেছে, “আন্তর্জাতিক মানে তৈরি এবং গ্রাহকদের চাহিদা পূরণ করতে অত্যন্ত স্থানীয় গাড়ি।” আবার ভারতের বাজারে গাড়ির দাম কম রাখার একমাত্র উপায় স্থানীয়করণ বা লোকালাইজেশন বাড়ানো। সে পথ যাতে সুগম হয় তাই সংস্থাটি ইতিমধ্যেই সিকে বিড়লা গোষ্ঠীর সাথে জোট বেঁধেছে। আবার টাটা গোষ্ঠীর সাথেও বিভিন্ন প্রযুক্তির জন্য হাত মিলিয়েছে সিট্রোয়েন।
টাভারেসের কথানুযায়ী যদিও সংস্থাটি প্রাথমিক পর্যায়ে বিদেশ থেকে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি এবং কিছু সরঞ্জাম আমদানি করবে। কারণ স্থানীয়ভাবে এগুলি তৈরীর কোনো উপায় আপাতত তাদের নেই। এদিকে ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলা Citroen C3-এর দাম ৫.৫০ লক্ষ টাকা থেকে শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে৷