Royal Enfield এর হাসি চওড়া হচ্ছে, Classic থেকে নতুন লঞ্চ করা Hunter, বিক্রি হট কেকের মতো
একের পর এক রেট্রো বাইক তৈরি করে অনেক আগেই ভারতবাসীর মনে স্থায়ী জায়গা করে নিয়েছিল চেন্নাই কেন্দ্রিক সংস্থা রয়্যাল...একের পর এক রেট্রো বাইক তৈরি করে অনেক আগেই ভারতবাসীর মনে স্থায়ী জায়গা করে নিয়েছিল চেন্নাই কেন্দ্রিক সংস্থা রয়্যাল এনফিল্ড। তবে ৬৫০ সিসির দুই ভাই Interceptor ও GT এই সংস্থাকে বিশ্বের দরবারে যথেষ্ট সুনাম এনে দিতে সক্ষম হয়েছে। কিন্তু ভারতবর্ষের মতো দেশে বরাবরই রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির বাইকগুলির কদর সবচেয়ে বেশি। ক্লাসিক, মিটিয়রের পর সম্প্রতি এই সেগমেন্টে যুক্ত হয়েছে তরুণ তুর্কি হান্টার ৩৫০। আজকের আলোচনায় গত সেপ্টেম্বরে সংস্থার বিক্রি হওয়া প্রথম তিনটি মোটরসাইকেলের কথা তুলে ধরা হলো।
RE Meteor 350:
প্রতি বছরের সেপ্টেম্বরে সংস্থার বেস্ট সেলিং মোটরবাইক হিসেবে তৃতীয় স্থানে রয়েছে লম্বা হুইল বেসের উপর নির্মিত ৩৫০ সিসির ক্রুজার বাইক মিটিয়র। রয়্যাল এনফিল্ড J সিরিজের প্ল্যাটফর্মের উপর নির্মিত প্রথম ৩৫০ সিসির মোটরসাইকেল এটি। এই বাইকটির উল্লেখযোগ্য বিষয় হলো এর আরামদায়ক বসার ভঙ্গি, সামনে থাকা ফুট পেগ এবং পিলিয়নের জন্য ব্যাকরেস্ট। গত সেপ্টেম্বরে ১০,৮৪০ জন ভারতবাসীর কাছে পৌঁছে গিয়েছে মিটিওরের চাবি। যদিও গত বছরের সেপ্টেম্বরে এই সংখ্যাটি ছিল মাত্র ৬,১৮৪। অতএব এই দুই বছরের সেপ্টেম্বরের নিরিখে মডেলটির বিক্রি বেড়েছে ৭৫ শতাংশ।
RE Hunter 350:
২০২২ সালের আগস্টে লঞ্চ করেই সেপ্টেম্বরে চেন্নাই কেন্দ্রিক এই সংস্থার দ্বিতীয় বেস্ট সেলিং মডেল হিসাবে জায়গা করে নিতে সক্ষম হয়েছে হান্টার ৩৫০। রয়্যাল এনফিল্ডের চিরাচরিত ধাচে তৈরি বাইকগুলির থেকে বেশ খানিকটা আলাদা এই নতুন বাইকটি। মডার্ন ডিজাইনের তৈরি হান্টারের ওজন তুলনামূলকভাবে কম। এই বাইকটিও সংস্থার নতুন J সিরিজের প্লাটফর্মের উপর নির্মিত।
বিগত সেপ্টেম্বরে ১৭,১১৮ ইউনিট হান্টার মডেলের বাইকটি বিক্রি করতে পেরেছে এই সংস্থা।
RE Classic 350:
রয়্যাল এনফিল্ডের সবচেয়ে বেশি বিক্রি হওয়া একমাত্র মডেল হল ক্লাসিক ৩৫০। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে পরিবর্তনের মধ্য দিয়ে আগত বর্তমান সংস্করণটি সংস্থার J সিরিজের প্ল্যাটফর্মের উপর নির্মিত। কম কম্পন অনুভবের পাশাপাশি অতিরিক্ত তেল সাশ্রয়ী ক্ষমতা ক্লাসিকের এই রিবর্ন সংস্করণকে করে তুলেছে অপ্রতিরোধ্য। বর্তমানে যথেষ্ট আরামদায়ক চলার অনুভূতি প্রদান করে ক্লাসিক। চলতি বছরের সেপ্টেম্বরে মোট ২৭,৫৭১ জন গ্রাহকের কাছে পৌঁছে গিয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক। বিগত বছরের সেপ্টেম্বরে বিক্রির সংখ্যাটি ছিল মাত্র ১৩,৭৫১। অর্থাৎ এই দুই বছরের সেপ্টেম্বরের নিরিখে ক্লাসিকের বিক্রিতে জোয়ার এসেছে ১০১%।