ফাঁস আরও তথ্য, CMF Phone 1 হাজির গিকবেঞ্চ ও NBTC সার্টিফিকেশন সাইটে

নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ আগামী ৮ জুলাই ভারত সহ গ্লোবাল মার্কেটে পরবর্তী প্রজন্মের ইয়ারবাডস এবং স্মার্টওয়াচের...
Ananya Sarkar 3 July 2024 5:16 PM IST

নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ আগামী ৮ জুলাই ভারত সহ গ্লোবাল মার্কেটে পরবর্তী প্রজন্মের ইয়ারবাডস এবং স্মার্টওয়াচের সাথে তাদের প্রথম স্মার্টফোন, সিএমএফ ফোন ১ লঞ্চ করবে বলে ঘোষনা করেছে। ফোনটি এখন থাইল্যান্ডের এনবিটিসি সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে, যা লঞ্চের আগেই এর কিছু প্রধান বৈশিষ্ট্য প্রকাশ করেছে। সিএমএফ ফোন ১ কি কি অফার করতে পারে, আসুন জেনে নেওয়া যাক।

সিএমএফ ফোন ১ পেল এনবিটিসি সার্টিফিকেশন

ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন সার্টিফিকেশনটি নিশ্চিত করেছে যে সিএমএফ বাই নাথিং এ০১৫ মডেল নম্বর সহ একটি স্মার্টফোন লঞ্চ করবে, যার নাম “ফোন ১”, যা ৫জি সংযোগ সাপোর্ট করবে। লিস্টিংটি কোনও অতিরিক্ত স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে সার্টিফিকেশনটি এটা নিশ্চিত করেছে যে ব্র্যান্ডটি থাইল্যান্ডেও এই ডিভাইসটি চালু করার পরিকল্পনা করছে।

সম্প্রতি, এ০১৫ মডেল নম্বর সহ সিএমএফ ফোন ১ হ্যান্ডসেটটি গিকবেঞ্চেও উপস্থিত হয়েছে, যা বেঞ্চমার্ক ডেটাবেসের সিঙ্গেল-কোর টেস্টে ১,০১৬ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ২,৬৩০ পয়েন্ট স্কোর করেছে। লিস্টিংটি নির্দেশ করেছে যে, ফোনটিতে ২.৫০ গিগাহার্টজ ক্লিক স্পিডের একটি অক্টা-কোর প্রসেসর, ৬ জিবি র‍্যাম, মালি-জি৬১৫ এমসি২ জিপিইউ যুক্ত থাকবে। এছাড়া ইতিমধ্যেই জানা গেছে যে, এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসরে চলবে। শেষ পর্যন্ত, লিস্টিংটি নিশ্চিত করেছে যে ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে।

এই বিবরণগুলি ছাড়াও জানা গেছে যে, সিএমএফ ফোন ১ হ্যান্ডসেটে ২x ইন-সেন্সর জুম সহ ৫০ মেগাপিক্সেলের সনি প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি পোর্ট্রেট ক্যামেরা থাকবে। তবে ফোনটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে না।

আশা করা যায় যে, সিএমএফ ফোন ১-এ একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল ডিজাইন সহ ৬.৬৭ ইঞ্চির এস অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুলএইচডি+ রেজোলিউশন অফার করবে। ডিসপ্লেটি এইচডিআর১০+ এবং ২,০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে বলে জানা গেছে। তা ছাড়া, ফোনটিতে বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি, একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং নীচে ফায়ারিং স্পিকার থাকবে।

উল্লেখ্য, ব্র্যান্ডটি আগামী ৮ জুলাইয়ের ইভেন্টে সিএমএফ বাডস প্রো ২ লঞ্চ করবে। এই ইয়ারবাড ৫০ ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এবং হাইফাই সাউন্ড কোয়ালিটির জন্য ডুয়েল ড্রাইভার অফার করবে। এছাড়াও, এটি চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন ফিচার করবে, যা ইউসারদের একটি জেশ্চারের মাধ্যমে এআই চ্যাটবটের সাথে যোগাযোগ করতেও সক্ষম করবে।

Show Full Article
Next Story