সুরক্ষার পাশাপাশি ক্যামেরার ছবি হবে দুর্দান্ত, Corning Gorilla Glass DX, DX Plus এল স্মার্টফোনের ক্যামেরার জন্য

আমেরিকা ভিত্তিক সংস্থা কর্নিংয়ের (Corning Inc.) নাম আমরা সকলেই জানি। বিশেষ করে নতুন স্মার্টফোন কেনার সময় সামনে ও পিছনে কর্নিং গরিলা গ্লাসের (Corning Gorilla glass)…

আমেরিকা ভিত্তিক সংস্থা কর্নিংয়ের (Corning Inc.) নাম আমরা সকলেই জানি। বিশেষ করে নতুন স্মার্টফোন কেনার সময় সামনে ও পিছনে কর্নিং গরিলা গ্লাসের (Corning Gorilla glass) প্রোটেকশন রয়েছে কিনা, সেটা আমরা বিবেচনায় রাখি। স্মার্টফোনের স্ক্রিনকে প্রতিদিনের ছোট-বড় আঘাত এবং ঘর্ষণের দাগ থেকে সুরক্ষা দিতে কর্নিংয়ের গ্লাস নিরাপত্তার কোনো বিকল্প নেই। তবে এবার থেকে এই নিরাপত্তার দ্বারা স্মার্টফোনের ক্যামেরাও সুরক্ষিত থাকতে চলেছে। আজ্ঞে হ্যাঁ, স্মার্টফোনের ক্যামেরার মজবুতি বাড়াতে খুব তাড়াতাড়ি তার লেন্স সারফেসে আমরা কর্নিং গ্লাসের ব্যবহার দেখতে পাবো। তবে শুধুমাত্র মজবুতি বাড়ানোই নয়, কর্নিং গ্লাসের আবরণ যুক্ত হওয়ার ফলে স্মার্টফোনে পূর্বের থেকে অনেক ভালো গুণমানের ছবি তোলা সম্ভব হবে।

Corning Gorilla glass দেবে ক্যামেরার নিরাপত্তা

আসলে সদ্য কর্নিং তাদের স্ক্র্যাচ প্রতিরোধী এবং আগের থেকে টেকসই নতুন দুটি গ্লাস প্রোডাক্ট প্রকাশ্যে এনেছে। কর্নিং গরিলা গ্লাস উইথ ডিএক্স (Corning Gorilla Glass with DX) ও কর্নিং গরিলা গ্লাস উইথ ডিএক্স প্লাস (Corning Gorilla Glass with DX+) নামক এই পণ্যদ্বয় স্মার্টফোনের ক্যামেরায় ব্যবহারের জন্য তৈরী করা হয়েছে। ক্যামেরা লেন্সের উপরিতলের মজবুতি বাড়ানোর সাথে সাথে এরা স্মার্টফোনের ছবি বা ভিডিও গ্রহণের ক্ষমতায় উৎকর্ষ এনে দেবে। এর ফলে যে কোন ধরনের আলোকপূর্ণ পরিস্থিতিতে ভালো ছবি তোলা সম্ভব হবে বলেই কর্নিং দাবী করেছে।

নতুন দুটি গ্লাস প্রোডাক্ট সামনে আনার দিন কর্নিং সেগুলি সম্পর্কে নিজেদের মনোভাব ব্যক্ত করেছে। রীতিমত পরিসংখ্যান দিয়ে সংস্থাটি ফটোগ্রাফি-প্রিয় সাধারণ মানুষের চাহিদার দিকটি পরিস্ফুট করেছে। বিগত দশ বছরে স্মার্টফোনের মাধ্যমে ছবি তোলা বহু গুণে বৃদ্ধি পেয়েছে। ২০১০ সালে স্মার্টফোনের সাহায্যে যেখানে বছরে প্রায় ৩৫০ বিলিয়ন ছবি তোলা হতো, সাম্প্রতিক হিসেবে তা বাৎসরিক ১.৪ ট্রিলিয়ন চিত্র গ্রহণে পর্যবসিত হয়েছে! তাছাড়া স্মার্টফোনের ব্যবহারও বেড়েছে পাল্লা দিয়ে। কিন্তু দ্রুত গতির জীবনে ফোনের যত্ন নেওয়ার সুযোগ আমরা খুব একটা পাইনা। তাই নতুন ফোন পুরোনো হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং আমরাও তার সম্পর্কে যাবতীয় মায়া কাটিয়ে উঠি!

অর্থাৎ আমাদের অযত্ন স্মার্টফোনের ক্যামেরা লেন্সের উপরেও প্রভাব ফেলে। ঘষা লেগে তার উপরুতলে দাগ তৈরী হয়। তাছাড়া হাত থেকে মোবাইল পড়ে গেলে ক্যামেরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত ক্ষেত্রেই কর্নিংয়ের নতুন গ্লাস নিরাপত্তা আমাদের স্মার্টফোনকে প্রয়োজনীয় সুরক্ষা যোগাবে। শুধু তাই নয়, কর্নিং গরিলা গ্লাস ডিএক্স (Corning Gorilla Glass DX) ব্যবহারের ফলে ক্যামেরায় গৃহীত ছবির মান বাড়বে বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এর ৯৮ শতাংশ আলোক গ্রহণের ক্ষমতা যে কোন পরিস্থিতিতে উন্নতমানের ছবি তোলার সহায়ক হবে বলে কর্নিং তাদের বক্তব্যে স্পষ্ট করে দিয়েছে।

স্যামসাং (Samsung) তাদের স্মার্টফোনে সর্বপ্রথম কর্নিং গরিলা গ্লাস ডিএক্স প্রোডাক্ট ব্যবহার করবে বলে শোনা গিয়েছে। কর্নিংয়ের(Corning Inc.) দাবী ইতিমধ্যেই বিশ্বের ৪৫টি প্রধান ব্র্যান্ড তাদের ৮ বিলিয়নেরও বেশী ডিভাইসে Corning Gorilla Glass -এর সুরক্ষা ব্যবহার করেছে। কর্নিং করিলা গ্লাসের নতুন দুটি সংস্করণ সামনে আসার ফলে ভবিষ্যতে এই নির্ভরতা আরো বাড়তে পারে বলে আমাদের অনুমান।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন