ভারত সেরা স্মার্টওয়াচ বিক্রেতা Noise, মাসিক রিপোর্টে উঠে এল ইন্ডিয়ান মার্কেটের হাল হকিকত
সাম্প্রতিক সময়ে আধুনিক ঘড়ি অর্থাৎ স্মার্টওয়াচের চাহিয়া ক্রমশ বেড়ে চলেছে। এই জাতীয় প্রোডাক্ট লঞ্চ হতে না হতেই ই-কমার্স...সাম্প্রতিক সময়ে আধুনিক ঘড়ি অর্থাৎ স্মার্টওয়াচের চাহিয়া ক্রমশ বেড়ে চলেছে। এই জাতীয় প্রোডাক্ট লঞ্চ হতে না হতেই ই-কমার্স সাইটগুলিতে ভিড় বাড়াচ্ছেন ক্রেতারা। সেক্ষেত্রে জনপ্রিয় মার্কেট অ্যানালাইজার (বিশ্লেষক) কাউন্টারপয়েন্ট, এবার ইন্ডিয়ান মার্কেটে স্মার্টওয়াচ বিক্রির ডেটা প্রকাশ করল। সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালের প্রথম প্রান্তিকে ভারতের বাজারে ১৭৩% বেশি স্মার্টওয়াচ বিক্রি হয়েছে। এর মধ্যে Noise (নয়েজ) কোম্পানি ২৩ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে বাজারে প্রথম স্থান অধিকার করেছে। আবার Fire-Boltt (ফায়ার-বোল্ট) প্রথমবারের মতো দ্বিতীয় স্থানে উঠে এসেছে, এই সংস্থার মার্কেট শেয়ার ২১ শতাংশ। মার্কেটে ১৬ শতাংশ শেয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে Boat (বোট)। এছাড়াও Realme-র Dizo (ডিজো), শীর্ষ পাঁচের তালিকায় প্রবেশ করেছে৷ তবে এই সমস্ত ব্র্যান্ড লাভের মুখ দেখলেও Amazfit (আমেজফিট)-এর বিক্রি ৩৫% বার্ষিক হারে কমেছে।
এইভাবে স্মার্টওয়াচ বাজার দখল করেছে তিনটি ব্র্যান্ড
কাউন্টারপয়েন্টের মতে, শীর্ষ তিনটি ব্র্যান্ড অর্থাৎ নয়েজ, ফায়ার-বোল্ট এবং বোটের মোট মার্কেট শেয়ার ৬০%। এক্ষেত্রে নয়েজ, তার প্রোডাক্ট পোর্টফোলিওতে প্রাসঙ্গিক ফিচার যোগ করার সাথে সাথে মেক-ইন-ইন্ডিয়া স্কিমের উপর জোর দিয়ে বাজার সেরা হয়েছে বলে মনে হচ্ছে। বলে রাখি, আলোচ্য সময়ে দ্য কালারফিট পালস (The Colorfit Pulse) ছিল কোম্পানির সর্বাধিক বিক্রিত মডেল।
এদিকে ফায়ার-বোল্ট কোম্পানি সাশ্রয়ী মূল্যের ফিচার ঠাসা প্রোডাক্ট এনে ক্রেতাদের মনে তো জায়গা করে নিয়েছেই, তার সাথে তারা প্রথমবারের মত বাজারের দ্বিতীয় অবস্থানে এসেছে। মূলত নিঞ্জা প্রো ম্যাক্স (Ninja Pro Max) ডিভাইসটির মাধ্যমে সংস্থাটি জনপ্রিয়তা পেয়েছে। বোটের কথা বললে, তারা প্রথম প্রান্তিকে পাঁচ-পাঁচটি নতুন স্মার্টওয়াচ মডেল লঞ্চ করে বাজিমাত করেছে বলে অনুমান। একইভাবে ডিজো যে প্রথমবারের মত শীর্ষ পাঁচে উঠে এসেছে, এক্ষেত্রে সংস্থাটি ওয়াচ আর (Watch R)-এর ওএলইডি ডিসপ্লে প্রবর্তনের সাথে প্রথম ত্রৈমাসিকে তার অফলাইন উপস্থিতি বাড়িয়েছে ।
তবে শুধু এই কয়েকটি সংস্থা নয়। ভারতে এখন বিভিন্ন দামের রেঞ্জের স্মার্টওয়াচ উপলব্ধ যার ফলে ডিফাই (Defy), ফাস্ট্র্যাক (Fastrack), ট্রুক (Truke) এবং রিবুক (Reebok) সহ প্রথম ত্রৈমাসিকে দশটিরও বেশি ব্র্যান্ড এদেশের স্মার্টওয়াচের বাজারে প্রবেশ করেছে। তাছাড়া একইসাথে স্যামসাং (Samsung), অ্যাপল (Apple), শাওমি (Xiaomi) এবং রিয়েলমি (Realme)-র মত প্রধান স্মার্টওয়াচ নির্মাতারাও প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধি রেকর্ড করেছে। এই কোম্পানিগুলি যথাক্রমে গ্যালাক্সি ওয়াচ ৪ (Galaxy Watch 4), ওয়াচ সিরিজ ৭ (Watch Series 7) এবং রেডমি ওয়াচ ২ লাইট (Redmi Watch 2 Lite)-এর মত প্রোডাক্ট বিক্রি করে সাড়া পেয়েছে।