Croma Summer Sale: ৪৫ শতাংশ ছাড়ে এসি থেকে ফ্রিজ, গরম পড়ার আগেই বাড়ি আনুন পছন্দের হোম অ্যাপ্লায়েন্স

সামনেই আসছে গ্রীষ্মকাল; সূর্যের তীব্র দাবদাহ থেকে বাঁচতে এয়ার কন্ডিশনার, রুম কুলার, রেফ্রিজারেটরের মতো গ্যাজেটগুলি...
techgup 10 March 2023 5:04 PM IST

সামনেই আসছে গ্রীষ্মকাল; সূর্যের তীব্র দাবদাহ থেকে বাঁচতে এয়ার কন্ডিশনার, রুম কুলার, রেফ্রিজারেটরের মতো গ্যাজেটগুলি মানুষের দৈনন্দিন জীবনের একেবারে অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়াবে। তাই ইউজারদের সুবিধার্থে ভারতের অন্যতম জনপ্রিয় রিটেইল চেইন Croma সম্প্রতি একটি বিশেষ Summer Sale নিয়ে হাজির হয়েছে। সেল চলাকালীন এয়ার কন্ডিশনার, রুম কুলার, রেফ্রিজারেটর সহ আরও একাধিক হোম অ্যাপ্লায়েন্স অত্যন্ত সস্তায় কিনতে সক্ষম হবেন ক্রেতারা। সংস্থার দাবি অনুযায়ী, আলোচ্য সেলে ৩৫০ টিরও বেশি এসি ও ৪৫০ টি রেফ্রিজারেটরে দুর্দান্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। আসুন, Croma-র চলতি সেলে উপলব্ধ আকর্ষণীয় ডিল এবং অফারগুলির সম্পর্কে জেনে নেওয়া যাক।

Croma Summer Sale: অফার

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, সেল চলাকালীন গ্রাহকরা এসি, রুম কুলার, রেফ্রিজারেটর সহ অন্যান্য একাধিক হোম অ্যাপ্লায়েন্সে ৪৫% পর্যন্ত ছাড় পাবেন। এছাড়াও, রিটেইল স্টোরটি ক্রেতাদেরকে ক্যাশব্যাক অফার এবং ১৮ মাস পর্যন্ত ইএমআই অপশনের পাশাপাশি এক্সচেঞ্জ এবং আপগ্রেড বেনিফিটও প্রদান করছে।

Croma Summer Sale: ডিল

ক্রোমার চলতি সেলে এসি এবং রুম কুলার কিনতে হলে ক্রেতাদেরকে অন্ততপক্ষে যথাক্রমে ২৭,৯৯০ টাকা এবং ৫,৯৯০ টাকা খরচ করতে হবে। আবার, সেল চলাকালীন ন্যূনতম ২১,৯৯০ টাকা ব্যয় করলেই ক্রোমার নিজস্ব ফ্রস্ট-ফ্রি রেফ্রিজারেটর খরিদ করতে পারবেন ইউজাররা। এছাড়া, ৬৩০ লিটার কনভার্টেবল রেফ্রিজারেটরের দাম শুরু হচ্ছে ৬৪,৯৯০ টাকা থেকে। তদুপরি, আলোচ্য সামার সেলে জুসার মিক্সার গ্রাইন্ডার, ফ্যান এবং অন্যান্য অ্যাপ্লায়েন্সেও বিশেষ ডিল অফার করছে ক্রোমা।

ভারতে এসি ও রেফ্রিজারেটর কেনার প্রবণতা

ক্রোমার গত বছরের রিপোর্ট অনুযায়ী, ভারতের মোট চারটি শহরে সবচেয়ে বেশি পরিমাণে পোর্টেবল এসি বিক্রি হয়েছে। এই তালিকায় রয়েছে বেঙ্গালুরু, মুম্বাই, পুনে ও হায়দ্রাবাদ। উল্লেখ্য যে, পুনেতে সর্বাধিক ১ টন এসির চাহিদা (৫৩%) পরিলক্ষিত হয়েছে, এবং এর পরে দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই (৪১%)। এছাড়া রিপোর্ট অনুযায়ী, পুনে, ব্যাঙ্গালোর, নয়ডা এবং নাসিকে ৩০০ লিটারের কম ক্যাপাসিটির ফ্রস্ট-ফ্রি রেফ্রিজারেটর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। অন্যদিকে, মুম্বাই এবং নয়ডায় ৪০০ লিটারের বেশি ফ্রস্ট-ফ্রি রেফ্রিজারেটরের সর্বাধিক চাহিদা লক্ষ্য করা গিয়েছে।

Show Full Article
Next Story