মেড ইন ইন্ডিয়া Crossbeats Epic Lite ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চ হল, দাম সাধ্যের মধ্যে

বাজারে এখন ট্রু ওয়্যারলেস ইয়ারফোনের চাহিদা তুঙ্গে। তাই প্রায় রোজ এই অডিও ডিভাইস লঞ্চ করছে বিভিন্ন সংস্থা। আজ ভারতীয় অ্যাক্সেসরিজ ব্র্যান্ড Crossbeats নিয়ে এল Crossbeats…

বাজারে এখন ট্রু ওয়্যারলেস ইয়ারফোনের চাহিদা তুঙ্গে। তাই প্রায় রোজ এই অডিও ডিভাইস লঞ্চ করছে বিভিন্ন সংস্থা। আজ ভারতীয় অ্যাক্সেসরিজ ব্র্যান্ড Crossbeats নিয়ে এল Crossbeats Epic Lite TWS ইয়ারফোন। ফিচারের কথা বললে, নতুন অডিও প্রোডাক্টটিতে ১১ মিমি ড্রাইভার রয়েছে, যা ডিপ ব্যাস (Bass) সরবরাহ করবে। এছাড়া এতে হাইব্রিড নয়েজ ক্যান্সলেশনের সুবিধা, ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং চারটি ইনবিল্ট মাইক্রোফোন রয়েছে। আবার এটি একক চার্জে ১২ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দেবে। আসুন এহেন ফিচারে ঠাসা Crossbeats Epic Lite ইয়ারফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং লভ্যতা সম্পর্কে খুঁটিনাটি জেনে নিই…

Crossbeats Epic Lite দাম, প্রাপ্যতা

ক্রসবিটস এপিক লাইট ইয়ারফোনটির দাম রাখা হয়েছে ৩,৪৯৯ টাকা। এটি বর্তমানে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে কেনার জন্য উপলব্ধ। তবে ক্রসবিটস জানিয়েছে যে, ইয়ারবাডটি শীঘ্রই অ্যামাজন এবং অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাবে। ক্রেতারা জেট ব্ল্যাক, মেট্রো সিলভার এবং আরবান সবুজ রঙে এই এপিক লাইট মডেলটি কিনতে পারেন।

Crossbeats Epic Lite স্পেসিফিকেশন, ফিচার

ক্রসবিটস এপিক লাইট ইয়ারবাডে ১১ মিমি টাইটানিয়াম-অ্যালয় ড্রাইভার রয়েছে, যা জোরালো ব্যাস এবং ২০ হার্টজ-২০,০০০ হার্টজ ফ্রিকোয়েন্সি রেঞ্জ সরবরাহ করবে। অন্যদিকে হাইব্রিড নয়েজ ক্যান্সলেশনের জন্য এটিতে মিলবে অটো পেয়ারিং ফিচার ও তিনটি সুইচযোগ্য মোড (অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন, অ্যাম্বিয়েন্ট মোড এবং নর্মাল মোড)। আবার গেমপ্রেমী ইউজারদেরও এই ইয়ারবাডটি নিরাশ করবে না, কারণ এতে লো লেটেন্সি ফিচার রয়েছে। এছাড়া, ক্রসবিটস এপিক লাইট এসেছে টাচ কন্ট্রোলের সুবিধার সঙ্গে।

অন্যান্য ফিচারের কথা বললে, Crossbeats Epic Lite ইয়ারবাডের প্রতিটি বাডে ৪৫ এমএএইচ ব্যাটারি মিলবে এবং চার্জিং কেসে থাকবে ৫০০ এমএএইচ ব্যাটারি। ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহার করে এই ইয়ারফোনটি ১.৫ ঘন্টার মধ্যে চার্জ করা যাবে। শুধু তাই নয়, হ্যান্ডস ফ্রি এক্সপিরিয়েন্সের জন্য এতে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্টের সুবিধা। সাথে রয়েছে চারটি ইনবিল্ট মাইক্রোফোন। এক্ষেত্রে কানেক্টিভিটির জন্য এতে আছে ব্লুটুথ ৫.২। Crossbeats Epic Lite ইয়ারবাডে ধুলো এবং জল প্রতিরোধের জন্য IPX4 রেটিং উপস্থিত।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন