Windows ও Linux ব্যবহারকারীরা সাবধান! অজ্ঞাতে ডিভাইসে ঢুকে পড়ছে LemonDuck ম্যালওয়ার

আবার শিরোনামে উঠে এলো ক্রিপ্টো মাইনিং ম্যালওয়্যার লেমনডাক (LemonDuck)। কয়েক বছর আগে বিজনেস এবং পার্সোনাল কম্পিউটার ডিভাইসের জন্য ক্ষতিকারক এই ম্যালওয়্যারের কার্যকলাপ সর্বপ্রথম প্রকাশ্যে আসে।…

আবার শিরোনামে উঠে এলো ক্রিপ্টো মাইনিং ম্যালওয়্যার লেমনডাক (LemonDuck)। কয়েক বছর আগে বিজনেস এবং পার্সোনাল কম্পিউটার ডিভাইসের জন্য ক্ষতিকারক এই ম্যালওয়্যারের কার্যকলাপ সর্বপ্রথম প্রকাশ্যে আসে। তারপর থেকেই কম্পিউটার সুরক্ষাবিদ‌েরা ম্যালওয়্যারের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করতে থাকেন। মাঝে লেমনডাক (LemonDuck) সংক্রান্ত আলোচনায় কিছুটা ভাটা পড়লেও, সম্প্রতি এর সক্রিয়তা সকলের নজর কেড়েছে। ফলে বিভিন্ন সাইবার সুরক্ষা সংস্থার কর্মীদের আরো একবার নড়ে-চড়ে বসতে হচ্ছে।

Windows ও Linux ব্যবহারকারীদের টার্গেট করছে LemonDuck ম্যালওয়ার

লেমনডাক নামক ম্যালওয়্যার প্রধানত উইন্ডোজ ও লিনাক্স (Linux) ডিভাইসগুলিকেই আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেয়। ডিভাইসের পুরোনো ও উপেক্ষিত কোন সিকিউরিটি দুর্বলতার হাত ধরে এটি ব্যবহারকারীর ডিভাইসে প্রবেশ করে। এর দ্বারা কোন ডিভাইস একবার আক্রান্ত হলেই তার ফল হয় মারাত্মক! এটি ডিভাইসের সুরক্ষা ব্যবস্থা কে বিপর্যস্ত করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ও গোপন তথ্যগুলি হাতিয়ে নেয়। এভাবে এই ম্যালওয়্যার বিভিন্ন ক্ষতিকারক সাইবার উপাদানের মুখোমুখি আমাদের ডিভাইসের নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণ উন্মুক্ত করে দেয়।

পুরোপুরি অজ্ঞাতে ডিভাইসে প্রবেশ করে উপরোক্ত ম্যালওয়্যার আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। প্রথমেই এটি কম্পিউটারে কিছু ক্ষতিকারক কোড প্রবেশ করায়। কোন ডিভাইসকে আক্রান্ত করার হাজারটা পন্থা ম্যালওয়্যারটির নখদর্পণে। এমনকি সাম্প্রতিক বিভিন্ন ঘটনার সূত্র ব্যবহার করেও এটি মানুষকে বোকা বানায়। যেমন বর্তমানে কোভিড-১৯ সংক্রান্ত ভুয়ো ই-মেইল প্রেরণের মাধ্যমে এটি বহু মানুষকে বিপাকে ফেলেছে। ডিভাইসের অসমাধিত পুরোনো কোন সমস্যাকে আশ্রয় করে এই ম্যালওয়্যার খুব সহজেই ব্যবহারকারীর ডিভাইসের উপরে নিয়ন্ত্রণ কায়েম করে।

LemonDuck ম্যালওয়্যারের দ্বারা আক্রান্ত দেশের তালিকা ভারতের নাম বেশ উপরের দিকেই রয়েছে। ভারতের সাথে এটি চীনকেও আক্রমণের লক্ষ্যস্থল হিসেবে বেছে নিয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি এবং গ্রেট ব্রিটেনের মতো দেশ আজ LemonDuck-এর আক্রমণের সম্মুখীন। তবে ম্যালওয়্যারের ব্যাপক বাড়বাড়ন্তের দিনগুলিতেও এর কবল থেকে মুক্ত শক্তিশালী সাইবার সুরক্ষা গড়ে তোলার ব্যাপারে বিভিন্ন সংস্থার কর্মীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন