ব্রেকিং: হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেশের গোপন তথ্য শত্রুদের পাচার, সেনা অফিসারদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
এবার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে বহাল একাধিক আধিকারিকের বিরুদ্ধে উঠলো সাইবার-সুরক্ষা ভঙ্গের অভিযোগ! আজ্ঞে হ্যাঁ,...এবার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে বহাল একাধিক আধিকারিকের বিরুদ্ধে উঠলো সাইবার-সুরক্ষা ভঙ্গের অভিযোগ! আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি এই ঘটনা প্রকাশ্যে আসতেই নেটিজেন মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোয়েন্দাদের অনুমান, সাইবার-নিরাপত্তা লঙ্ঘনের এহেন ঘটনার সঙ্গে প্রতিবেশী চীন বা পাকিস্তানের গুপ্তচরবৃত্তির বড়সড় যোগ থাকা সম্ভব। সেক্ষেত্রে আলোচ্য কর্মে জড়িত সেনা আধিকারিকেরা কঠিন থেকে কঠিনতর শাস্তির মুখে পড়তে পারেন বলে সামনে এসেছে।
সংবাদ সংস্থা এএনআই'কে (ANI) দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষা সূত্রে জানানো হয়েছে যে বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত সাইবার-সুরক্ষা লঙ্ঘনের বিষয়টি সর্বপ্রথম তাদের নজরে আসে। এক্ষেত্রে সেনাবাহিনীতে কর্মরত আধিকারিকদের একাংশকে প্রত্যক্ষভাবে জড়িত থাকতে দেখা গিয়েছে। এভাবে তারা প্রতিবেশী রাষ্ট্রের গুপ্তচরবৃত্তির কাজে সহায়তা করেছেন, যা অত্যন্ত গর্হিত অপরাধ। ফলে অভিযোগ অনুযায়ী তাদের অপরাধের বিচার করা হবে বলে প্রতিরক্ষা সূত্রে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে।
অভিযুক্তদের উপর তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে সরকার
উল্লেখ্য, সরকারের তরফ থেকে এর মধ্যেই অভিযুক্তদের উপরে তদন্ত চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের উপরে কঠোর শাস্তির হুকুম নেমে আসতে পারে। দেশের সুরক্ষা নিয়ে এভাবে ছিনিমিনি খেলার ফল যে মোটেই ভালো হবেনা, তা প্রতিরক্ষা সূত্রের তরফ থেকে সংবাদমাধ্যমে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
তবে বিষয়টি সম্পর্কে আরও জিজ্ঞাসাবাদ করায় প্রতিরক্ষা সূত্রে বলা হয় যে অত্যন্ত স্পর্শকাতর হওয়ার সাথে সাথেই ভারতের নিরাপত্তার দিকটি জড়িয়ে থাকায় তারা এ নিয়ে বিশেষ হইচই চাইছেন না। সেকারণে সাংবাদিকদের কাছেও তারা বিষয়টি নিয়ে অহেতুক জল্পনা না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন। তাদের বক্তব্য অযথা জল্পনা পুরো ঘটনার তদন্তকে ব্যাহত করতে পারে।
আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে চীন এবং পাকিস্তানের গুপ্তচরেরা ভারতীয় সেনা ও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টায় রত। এক্ষেত্রে তারা ভারতীয় সেনাবাহিনীর খুব গুরুত্বপূর্ণ পোস্টে কর্মরত আধিকারিকদের নিশানা বানাচ্ছে। এভাবে অধিকাংশত ব্যর্থ হলেও কখনো কখনো তারা যে সাফল্য পাচ্ছেনা, তেমনটা নয়। আলোচ্য সাম্প্রতিক ঘটনাই তার সবথেকে বড় নজির, সন্দেহ নেই।