Cyclone Dana Live Tracker: আজই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ডানা, আপনার এলাকায় কখন, প্রতিমুহূর্তের আপডেট জানুন
ডানা ঘূর্ণিঝড়ের লাইভ আপডেট পেতে এই ওয়েবসাইট দেখতে পারেন - আইএমডিএ মৌসম ওয়েবসাইট, উইন্ডি (Windy.com), আরএসএমসি ওয়েবসাইট, এসরি ইন্ডিয়া ম্যাপ
আজ সকাল থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ডানা (Cyclone Dana)। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ রাতেই ওড়িশায় আছড়ে পড়তে পারে ডানা। এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি পারাদ্বীপ থেকে ৩৩০ কিলোমিটার ও সাগরদ্বীপ থেকে ৪২০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ডানা ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম জেলায় আজ ও কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সাথে ৬০ থেকে ১২০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া দফতরের তরফে সতর্ক করা হয়েছে। এই পরিস্থিতিতে আপনি যদি ডানা ঘূর্ণিঝড়ের প্রতিমুহূর্তের গতিবিধি জানতে চান তাহলে আমরা আপনাকে সেরা কয়েকটি ওয়েবসাইটের নাম বলবো। এই ওয়েবসাইট থেকে আপনি আপনার অঞ্চলে ঘূর্ণিঝড় কখন আসবে এবং কত কিমি বেগে ঝড় বইবে বা কতটা বৃষ্টিপাত হবে সব জানতে পারবেন।
ডানা ঘূর্ণিঝড়ের লাইভ আপডেট জানাবে এই ওয়েবসাইট | Cyclone Dana Tracker Website
আইএমডিএ মৌসম ওয়েবসাইট
মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের তৈরি আইএমডি-র মৌসম ওয়েবসাইটে আপনি রিয়েল টাইমে ডানা ঘূর্ণিঝড় ট্র্যাক করতে পারবেন। 'সাইক্লোন' নামে এখানে একটি অপশন রয়েছে এবং এর উপরে ক্লিক করলে আপনাকে ডানা ঘূর্ণিঝড়ের নাম দেখাবে। এবার সাইড মেনুতে 'ইন্টারেক্টিভ ট্র্যাক অফ সাইক্লোন' অপশন দেখতে পাবেন, যার মাধ্যমে আপনার এলাকায় ঘূর্ণিঝড়ের গতিবিধি জানতে পারবেন।
উইন্ডি (Windy.com)
ডানা ঘূর্ণিঝড়ের গতিবিধির লাইভ আপডেট জানার সেরা ওয়েবসাইট হল Windy.com। এই ওয়েবসাইটটি ঘূর্ণিঝড়ের সঠিক অবস্থান এবং এর গতি জানাবে। এমনকি ডানা ঘূর্ণিঝড়টি কখন আছড়ে পড়বে এবং এটি কখন শক্তিশালী রুপ ধারণ করবে তার সঠিক সময় দেখা যাবে।
আরএসএমসি ওয়েবসাইট
রিজিওনাল স্পেশালাইজড মেটেরোলজিকাল সেন্টার ফর টিপিক্যাল সাইক্লোন ওভার দা নর্থ ইন্ডিয়ান ওসান বা আরএসএমসি ওয়েবসাইট থেকে ডানা ঘূর্ণিঝড়ের রিয়েল-টাইম আপডেট দেবে। এই ওয়েবসাইটের মাধ্যমে যে কেউ ভারতের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের লাইভ লোকেশন চেক করতে পারবেন।
এসরি ইন্ডিয়া ম্যাপ
এসরি ইন্ডিয়া ম্যাপ ব্যবহার করে ডানা ঘূর্ণিঝড়ের লাইভ অবস্থান ট্র্যাক করা যাবে। এখানে ঘূর্ণিঝড় ডানার জন্য একটি ডেডিকেটেড পেজ বানানো হয়েছে। আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে ঝড়ের সময়, অবস্থান এবং গতিবেগ ট্র্যাক করতে পারবেন।
ডানা ঘূর্ণিঝড়ের লাইভ আপডেট পেতে এই ওয়েবসাইট দেখতে পারেন - আইএমডিএ মৌসম ওয়েবসাইট, উইন্ডি (Windy.com), আরএসএমসি ওয়েবসাইট, এসরি ইন্ডিয়া ম্যাপ