Daam Malware: চুপিচুপি স্মার্টফোনের সমস্ত তথ্য চুরি করছে ডাম ভাইরাস, ভুলেও এই কাজ করবেন না
ডাম (Daam) নামের একটি বিশেষ ম্যালওয়্যার Android Phone-এ ঢুকে চুরি করছে ফোন নম্বর, কল রেকর্ড, ফটো সহ ফোনের যাবতীয়...ডাম (Daam) নামের একটি বিশেষ ম্যালওয়্যার Android Phone-এ ঢুকে চুরি করছে ফোন নম্বর, কল রেকর্ড, ফটো সহ ফোনের যাবতীয় ব্যক্তিগত তথ্য। সম্প্রতি সেই কারণে জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সির তরফ থেকে জারি করা হলো সতর্কতা।
ফিশিং এবং হ্যাকিং জাতীয় অনলাইন আক্রমন থেকে সাইবার ক্ষেত্রকে সুরক্ষা দেওয়াই হলো জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির কাজ। এই এজেন্সির মতে, কোনো তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে অথবা অবিশ্বস্ত বা কোনো অজ্ঞাত সূত্র থেকে ডাউনলোড করা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ভাইরাস অ্যান্ড্রয়েড ফোনে আক্রমন করছে। আর ফোনে থাকা ‘অ্যান্টি ভাইরাস’ সফটওয়্যারগুলিকে সহজেই বুড়ো আঙ্গুল দেখিয়ে চুরি করছে ফোনের তথ্য।
এজেন্সির তরফে বলা হয়েছে যে, ‘‘এক বার এই ভাইরাস ফোনে ঢুকে গেলে তা ফোনের নিরাপত্তার বেড়াজাল টপকে যাওয়ার চেষ্টা করে। আর তাতে একবার সফল হয়ে গেলে ফোনের সংবেদনশীল তথ্য চুরি করারও চেষ্টা করে। পাশাপাশি এই ভাইরাসটি ফোনের কল রেকর্ডিং, ফোন নম্বর, ছবি, পাসওয়ার্ড, এসএমএস-সহ বিভিন্ন নথিও চুরি করে অন্যত্র পাঠানোরও চেষ্টা করে।
এজেন্সির মতে, ডাম ফোন কল রেকর্ড করতে, কন্টাক্ট নম্বর হ্যাক করতে, ক্যামেরা অ্যাক্সেস করতে, স্ক্রিনশট নিতে, ডিভাইসের পাসওয়ার্ড পরিবর্তন করতে, এসএমএস চুরি করতে এবং সহজেই ফাইল আপলোড বা ডাউনলোড করতে পারে। কারণ এই ভাইরাস ফোনের তথ্য চুরি করতে উন্নতমানের ‘এনক্রিপশন অ্যালগরিদম’ ব্যবহার করে।
তাই এজেন্সিটি মোবাইল ফোনকে (Mobile Phone) এই ভাইরাস থেকে বাঁচানোর জন্য অবিশ্বস্ত এবং ভুয়ো ওয়েবসাইট ঘাঁটা বন্ধ করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি অ্যান্টিভাইরাস ও অ্যান্টিস্পাইওয়ার ডাউনলোড থেকে বিরত থাকতে বলেছে। আর কোন সন্দেহজনক ফোন নম্বর থেকে ফোন বা এসএমএস এলে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে।