পরিবেশ দূষণ রোধে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করবে Dabur India

পরিবেশ দূষণ কমাতে নতুন উদ্যোগের ঘোষণা করল ডাবর ইন্ডিয়া (Dabur India)। ভারতীয় বহুজাতিক ভোগ্যপণ্য প্রস্তুতকারী সংস্থাটি...
techgup 29 April 2022 1:58 PM IST

পরিবেশ দূষণ কমাতে নতুন উদ্যোগের ঘোষণা করল ডাবর ইন্ডিয়া (Dabur India)। ভারতীয় বহুজাতিক ভোগ্যপণ্য প্রস্তুতকারী সংস্থাটি জানিয়েছে, আগামী বারো মাসের মধ্যে লাস্ট-মাইল প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনের কাজে ১০০টি ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করবে তারা। ধাপে ধাপে সেগুলি সাপ্লাই চেনে অর্ন্তভুক্ত করা হবে‌। ইতিমধ্যেই হরিয়ানার সোনিপত ধরে উত্তর ভারতে ওই ধরনের গাড়ির ট্রায়াল চালু করেছে ডাবুর।

ডাবুরের বক্তব্য, এই পদক্ষেপের ফলে তারা গ্রিনহাউস গ্যাসের নির্গমনের মাত্রা কমাতে পারবে‌। ক্রমে অর্জিত হবে জিরো কার্বন এমিশন বা নিঃসরণ শূন্যে নামানো অত্যন্ত কঠিন কাজের লক্ষ্য। ডাবুর ইন্ডিয়া লিমিটেডের চিফ এগজিকিউটিভ অফিসার মোহিত মালহোত্রা বলেন, ইলেকট্রিক যানবাহন প্রচলিত জীবাশ্ম জ্বালানিচালিত গাড়িকে প্রতিস্থাপন করার জন্য একটি আদর্শ সমাধান। কারণ এগুলো এনার্জি এফিশিয়েন্ট, গ্রিন, এবং প্রকৃতিবান্ধব।"

তিনি যোগ করেন,"ভারত সরকারকে তাদের গ্রিন এনার্জি মিশনের লক্ষ্যমাত্রা দ্রুত স্পর্শ করতে আমাদের এই উদ্যোগ সহায়তা করবে। এই প্রসঙ্গে ডাবুর ইন্ডিয়া লিমিটেডের এগজিকিউটিভ ডিরেক্টর শাহরুখ এ খান বলেছেন, দেশজুড়ে প্রতিদিন পণ্য বিতরণের কাছে আমরা শয়ে শয়ে গাড়ি ব্যবহার করি। গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়া পরিবেশ দূষণে সর্বাধিক অবদান রাখে। ফলে বৈদ্যুতিক গাড়ি শুধু দূষণ কমানো নয়৷ আমাদের এবং দেশের কার্বন ফুটপ্রিন্ট হ্রাসে সাহায্য করবে।

প্রসঙ্গত, সম্প্রতি ডেলিভারি ও লজিটিক্সের কাজে দু'চাকার বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের জন্য দেশের বৃহত্তম ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারী হিরো ইলেকট্রিকের সঙ্গে হাত মেলানোর ঘোষণা করেছে শ্যাডোফক্স এবং ইভিফাই

Show Full Article
Next Story