দরকার নেই লাইসেন্সের, বাজারে এল তিনটি ইলেকট্রিক স্কুটার Vidyut 106, Vidyut 108 ও Zor 405

Dao Ev Tech, এই ই-মোবিলিটি স্টার্টআপ সংস্থার স্টাইলিশ হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার Dao 703-এর ভারতে পা রাখার কথা গত পরশু আমরা প্রতিবেদনে জানিয়েছিলাম। Dao 703-কে যোগ্য…

Dao Ev Tech, এই ই-মোবিলিটি স্টার্টআপ সংস্থার স্টাইলিশ হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার Dao 703-এর ভারতে পা রাখার কথা গত পরশু আমরা প্রতিবেদনে জানিয়েছিলাম। Dao 703-কে যোগ্য সঙ্গ দিতে সংস্থাটি এবার ভারতে আরও তিনটি নতুন ই-স্কুটার নিয়ে হাজির হল। যাদের নাম Vidyut 106, Vidyut 108, ও Zor 405। তবে Dao 703-এর মতো এই বৈদ্যুতিক স্কুটার তিনটি হাই-স্পিড মডেল নয়। এগুলি লো-স্পিড সেগমেন্টে লঞ্চ হয়েছে।

Vidyut 106, Vidyut 108, ই-স্কুটার দুটির মধ্যে খুব একটা ফারাক নেই। ই-স্কুটার দুটিতে ২৫০ ওয়াট বিএলডিসি মোটর এবং  ১.৩৮ কিলোওয়াট-আওয়ার লিথিয়াম-আয়রন-ফসফেট ব্যাটারি প্যাক ব্যবহার  হয়েছে। ফলস্বরূপ, Vidyut 106, Vidyut 108-এর সর্বোচ্চ স্পিড ২৫ কিমি/ঘন্টা এবং সিঙ্গেল চার্জে রাইডিং রেঞ্জ ৮০ কিমি।

Dao Vidyut 108
Dao Vidyut 108

Vidyut 106 ই-স্কুটারের বিশেষ ফিচারের কথা বললে, এটি IP67 রেটিংযুক্ত মোটর, ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক, হাইড্রোলিক অ্যাডজাস্টেবল রিয়ার শক অ্যাবজর্ভার, লাইটওয়েট ও ড্যুরাবেল চ্যাসিস, ফুল-এলইডি লাইটিং, এমার্জেন্সি রেসকিউ সিস্টেম, রিভার্স স্যুইচ, ইন্টেলিজেন্ট রিলিজ সিস্টেম, ৬ ইঞ্চি এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সহ এসেছে৷ আবার এটি পাঁচটি কালার অপশনে পাওয়া যাবে।

অন্যদিকে, Vidyut 108 পোর্টাবেল ব্যাটারি, বড় বুট স্পেস, আরও বড় ফ্রন্ট লেগ স্পেস (৩২০ মিমি লম্বা), রিভার্স বাটন, ওয়ান-ক্লিক রিপেয়ার স্যুইচ, হ্যাজার্ড স্যুইচ, লম্বা ফ্রন্ট ফেন্ডার, ফ্রন্ট ডিস্ক ব্রেক, ইন্টেলিজেন্ট রিলিজ সিস্টেম, , অ্যান্টি-থেফ্ট এলার্ম, ফাইন্ড মাই স্কুটার ফাংশন, কীলেস এন্ট্রি, ক্রুজ মোড, ইউএসবি চার্জিং, প্রভৃতি ফিচারের সাথে এসেছে৷ Vidyut 108 মোট ন’টি কালার অপশনে পাওয়া যাবে।

Zor 405 কমিউটার ইলেকট্রিক স্কুটার নয়, এটি আদ্যোপান্ত ডেলিভারি স্কুটার। এতে ৬০ ভোল্ট, ২৩ অ্যাম্পিয়ার লিথিয়াম-আয়রন-ফসফেট ব্যাটারি এবং বিএলডিসি মোটর ব্যবহার করা হয়েছে। মোটরের সর্বোচ্চ পাওয়ার আউটপুট ২.১ কিলোওয়াট। Zor 405 ডেলিভারি ই-স্কুটারের সর্বোচ্চ স্পিড ৪৫ কিমি/ঘন্টা ও সিঙ্গেল চার্জে রাইডিং রেঞ্জ ৭০ কিমি। এটি পাঁচটি রঙের বিকল্পে উপলব্ধ।

Dao Vidyut zor 405
Dao Vidyut zor 405

ARAI (Automotive Research Association of India)-এর নিয়ম অনুযায়ী ২৫০ ওয়াট ক্ষমতা ও ২৫  কিমি/ঘন্টা বা তার কম গতিবেগের ইলেকট্রিক টু-হুইলারের জন্য রেজিস্ট্রেশন বা লাইসেন্সের প্রয়োজন হয় না। ফলে লো-স্পিড ই-স্কুটার B2B ও B2C সেগমেন্টে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। Dao-এর কমগতিসম্পন্ন ই-স্কুটারগুলি বাজারে ছাপ ফেলবে বলে আশা করা যায়। 703 মডেলটির মতো Vidyut 106, Vidyut 108, ও Zor 405-এর দামও Dao প্রকাশ করেনি। তবে এই বিষয়ে আমরা কোনো তথ্য পেলে সেটি দ্রুততার সাথে আপডেট করার চেষ্টা করবো।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন