ডার্ক মোড আপনার ফোনের জন্য ভালো হলেও চোখের জন্য নয়, ব্যবহারের আগে সতর্ক হোন

ডার্ক মোড একটি অত্যাধুনিক প্রযুক্তি যা বর্তমানের প্রায় সব নয়া মোবাইল ও কম্পিউটারে উপলব্ধ। এটি হলো এমন একটি ইউজার ইন্টারফেস যা ব্যাকগ্রাউন্ডকে গাঢ় রঙে পরিণত…

ডার্ক মোড একটি অত্যাধুনিক প্রযুক্তি যা বর্তমানের প্রায় সব নয়া মোবাইল ও কম্পিউটারে উপলব্ধ। এটি হলো এমন একটি ইউজার ইন্টারফেস যা ব্যাকগ্রাউন্ডকে গাঢ় রঙে পরিণত করে এবং লেখাগুলিকে হালকা রঙে পরিণত করে। এই ইন্টারফেসটি নাইট মোড নামেও বহুল প্রচলিত। এই প্রযুক্তি বর্তমানে সব অপারেটিং সিস্টেম এবং বিভিন্ন অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপে ব্যবহার করা হয়। কিন্তু প্রত্যেকটি ফিচারের মতই এই ডার্ক মোড প্রযুক্তি ব্যবহারেও কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। আসুন এই প্রযুক্তির সুবিধাগুলো প্রথমে দেখে নেওয়া যাক।

ডার্ক মোড ব্যবহারে মোবাইলের ব্যাটারি অপচয় কম হয়। মোবাইলের ওলেড বা অ্যামোলেড ডিসপ্লেতে সাধারণ অবস্থায় সব ডিসপ্লে পিক্সেলগুলি চালু থাকে যার ফলে এটি অনেক বেশি ব্যাটারি খরচ করে। কিন্তু ডার্ক মোড ব্যবহার করলে শুধুমাত্র ডার্ক পিক্সেল চালু থাকে যার ফলে ব্যাটারি অনেক কম খরচ হয়। এছাড়াও ডার্ক মোড ব্যবহারে ক্ষতিকারক ব্লু লাইট সরাসরি চোখে পড়ে না যা আমাদের চোখের স্বাস্থ্যের পক্ষে ভালো।

এরপর আসা যাক ডার্ক মোড প্রযুক্তি ব্যবহারের অসুবিধা গুলির দিকে:

আমরা যা দেখি তার স্বচ্ছতা নির্ভর করে আমাদের চোখের রেটিনাতে যত বেশি পরিমাণ আলো আসে তার উপরে। এর ফলে আমরা যখন মোবাইল বা পিসিতে লাইট মোডে কাজ করি তখন আমাদের চোখের রেটিনাতে অনেক বেশি আলো প্রবেশ করে এবং আমরা একটি স্বচ্ছ ও পরিষ্কার প্রতিচ্ছবি দেখতে পাই। অন্যদিকে আমরা যখন ডার্ক মোড ব্যাবহার করি তখন আমাদের চোখের রেটিনাতে অনেক কম আলো পড়ে যার ফলে একটি অস্পষ্ট প্রতিচ্ছবি তৈরি হয়। এর জন্য লেখাটি পড়তে আমাদের চোখের উপর অনেক জোর দিতে হয়। যা চোখের স্বাস্থ্যের জন্য খারাপ।

এছাড়াও স্মার্টফোনে রাতে ডার্ক মোড ব্যবহার করলে আপনার চোখ এটির সাথে খাপ খাইয়ে নেয় এটা সঠিক এবং সাদা রঙে লেখাগুলি পড়তে বেশ লাগে। তবে যখনই আপনি ডার্ক মোড ব্যবহার করতে করতে হঠাৎ লাইট মোডে কোনো অ্যাপ ব্যবহার করবেন তখন কিন্তু চোখ এটির সাথে খাপ খাইয়ে নিতে পারেনা। ফলে আপনার চোখে সমস্যা আসতে পারে। এছাড়াও আপনি যদি সারাক্ষন ডার্ক মোড ব্যবহার করেন তাহলে দৃষ্টিশক্তি কমে যেতে পারে।

জনপ্রিয় ব্লগ সাইট techquila একটি রিপোর্টে জানিয়েছে, যখন আমরা কালো ব্যাকগ্রাউন্ডের উপর হালকা অক্ষর দেখি তখন আলোর বিচ্ছুরণের কারণে অস্পষ্ট প্রতিচ্ছবি তৈরি হয় যার ফলে আমাদের লেখাটি পড়তে অসুবিধা হয়। ‘আমেরিকান অ্যাসোসিয়েশন অফ Opthalmology ‘ দাবি করে বাচ্ছারা নির্দিষ্ট পরিমাণ ব্লু লাইটের সংস্পর্শে থাকলে চোখে মাইনাস পাওয়ার আসার সম্ভাবনা কম থাকে। এছাড়াও হার্ভার্ডের একটি গবেষণার মাধ্যমে জানা গেছে দিনের বেলা ব্লু লাইটের সংস্পর্শে থাকলে মানুষের মেজাজও ভালো থাকে।