Nokia 5.4 কিনলেই পাবেন ১৫০০ টাকার গিফট কার্ড, সুযোগ হাতছাড়া করবেন না

আপনি যদি সস্তায় নতুন কোনো ফোন খুঁজে থাকেন, তাহলে এইমুহূর্তে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে Nokia 5.4। অ্যান্ড্রয়েড ওয়ান...
Julai Modal 27 March 2021 1:40 PM IST

আপনি যদি সস্তায় নতুন কোনো ফোন খুঁজে থাকেন, তাহলে এইমুহূর্তে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে Nokia 5.4। অ্যান্ড্রয়েড ওয়ান চালিত এই ফোনটি এখন ১,৫০০ টাকা গিফট কার্ডের সাথে কেনা যাবে। যদিও এটি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট বা ক্যাশব্যাক স্কিম নয়, তবে এই গিফট কার্ড আপনি পরবর্তি কেনাকাটায় ব্যবহার করতে পারবেন। যেমন ৩,৫৯৯ টাকার Nokia Power Earbuds Lite এই গিফট কার্ড ব্যবহার করে কেবল ২,০৯৯ টাকায় কেনা যাবে।

ফলে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট না পেলেও, আপনি যদি নোকিয়া প্রোডাক্টের ফ্যান হন তাহলে এই ডিল আপনার জন্য লাভজনক হবে। তবে মনে রাখবেন, ১,৫০০ টাকার গিফট কার্ড পেতে আপনাকে ৩১ মার্চের আগে নোকিয়া ৫.৪ ফোনটি কিনতে হবে। এছাড়াও আপনি এই গিফট কার্ড Flipkart বা Amazon এর মত ই-কমার্স সাইটে ব্যবহার করতে পারবেন না। বরং নোকিয়া অনলাইন স্টোরের (Nokia online store) মাধ্যমে কেনাকাটা করলে এই গিফট কার্ড ব্যবহার করা যাবে। ফোন ডেলিভারি হওয়ার ৭ দিনের মধ্যে গিফট কার্ড পাওয়া যাবে বলে কোম্পানি জানিয়েছে, যার ভ্যালিডিটি থাকবে পরবর্তী ৩০ দিন অবধি।

Nokia 5.4 এর কথা বললে, ফোনটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যায়। এই দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৩,৯৯৯ টাকা ও ১৫,৪৯৯ টাকা।

নোকিয়া ৫.৪ ফোনে আছে ৬.৩৯ ইঞ্চি এইচডি প্লাস (৭২০x১৫৪০ পিক্সেল) আইপিএস ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, কোয়াড ক্যামেরা (৪৮ + ৫ + ২ + ২), ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম, ৪,০০০ এমএএইচ ব্যাটারি, ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story