ডিয়ার লটারি সংবাদ ১৯ ফেব্রুয়ারি এর রেজাল্ট

১৯ ফেব্রুয়ারি তারিখের ডিয়ার লটারি বা লটারি সংবাদ এর টিকিট কেটে রেজাল্ট জানতে চাইলে সুখবর। এই প্রতিবেদনেই আমরা...
Suman Patra 19 Feb 2024 2:20 PM IST

১৯ ফেব্রুয়ারি তারিখের ডিয়ার লটারি বা লটারি সংবাদ এর টিকিট কেটে রেজাল্ট জানতে চাইলে সুখবর। এই প্রতিবেদনেই আমরা নাগাল্যান্ড স্টেট লটারি পরিচালিত ডিয়ার লটারি সংবাদ এর দুপুর ১টার, সন্ধ্যা ৬টার ও রাত ৮টার খেলার রেজাল্ট প্রকাশ করবো। তবে রেজাল্ট বলার আগে জানিয়ে রাখি যে, ডিয়ার লটারি এর প্রথম পুরস্কার ১ কোটি টাকা। আবার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরস্কার হিসেবে যথাক্রমে ৯,০০০ টাকা, ৪৫০ টাকা, ২৫০ টাকা ও ১২০ টাকা পাওয়া যাবে। জানিয়ে রাখি এই লটারির অপর নাম ধানকেশরি। তাই যারা আজকের ধানকেশরি রেজাল্ট খোঁজ করছেন তারাও প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নাগাল্যান্ড ডিয়ার লটারি সম্বাদের ফলাফল আজ 19.02.2024

১৯ ফেব্রুয়ারি দুপুর ১টা-র ডিয়ার লটারি সংবাদ রেজাল্ট

ডিয়ার লটারি সম্বাদের ১টা-র রেজাল্ট ঘোষিত হল। দুপুর একটার ডিয়ার লটারি সংবাদ এর রেজাল্ট অনুযায়ী প্রথম পুরস্কার বিজয়ীর টিকিট নম্বর হল – 56L 84438 এছাড়া 47999 টিকিট নম্বরগুলি দ্বিতীয় পুরস্কার অর্থাৎ ৯,০০০ টাকা জিতেছে। অন্যান্য পুরস্কার বিজয়ীদের টিকিট নম্বর নিচে দেওয়া হল।

১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা-র ডিয়ার লটারি সংবাদ রেজাল্ট

ডিয়ার লটারি সম্বাদের ৬টা-র রেজাল্ট ঘোষিত হল। সন্ধ্যা ছটার ডিয়ার লটারি সংবাদ এর রেজাল্ট অনুযায়ী প্রথম পুরস্কার যিনি জিতেছেন তার টিকিট নম্বর হল – 89H 67777। এছাড়া 40953 টিকিট নম্বরগুলি দ্বিতীয় পুরস্কার অর্থাৎ ৯,০০০ টাকা জিতেছে। অন্যান্য পুরস্কার বিজয়ীদের টিকিট নম্বর নিচে দেওয়া হল।

১৯ ফেব্রুয়ারি রাত ৮টা-র ডিয়ার লটারি সংবাদ রেজাল্ট

ডিয়ার লটারি সম্বাদের ৮টা-র রেজাল্ট ঘোষিত হল। আজ রাত ৮টার ডিয়ার লটারি সংবাদ নাইট লটারির প্রথম পুরস্কার বিজয়ীর টিকিট নম্বর – 77D 35630। আবার দ্বিতীয় পুরস্কার অর্থাৎ ৯০০০ টাকা জিতেছে 77911 টিকিট নম্বরগুলি। অন্যান্য পুরস্কার বিজয়ীদের টিকিট নম্বর নিচে দেওয়া হল।

নাগাল্যান্ড ডিয়ার লটারি সম্বাদের রেজাল্ট সময়

ডিয়ার লটারি সম্বাদ এর খেলা দিনে তিনবার হয়। চলতি বছরে ডিয়ার লটারি সম্বাদের খেলার সময় বদলানো হয়েছে। নাগাল্যান্ড ডিয়ার লটারি সম্বাদ এর খেলা দুপুর ১টা, সন্ধ্যা ৬টা ও রাত ৮টার সময় হয়।

Show Full Article
Next Story