Dell সহ এই ল্যাপটপ ও কম্পিউটার ব্যবহারকারীরা বিনামূল্যে পাবে Windows 11 আপডেট

Microsoft গতকাল তাদের পরবর্তী উইন্ডোজ অপারেটিং সিস্টেম, Windows 11 (উইন্ডোজ ১১) লঞ্চ করেছে। যদিও মাইক্রোসফট এখনো এর উপলব্ধতা সম্পর্কে কিছুই জানায়নি। তবে অনুমান করা হচ্ছে,…

Microsoft গতকাল তাদের পরবর্তী উইন্ডোজ অপারেটিং সিস্টেম, Windows 11 (উইন্ডোজ ১১) লঞ্চ করেছে। যদিও মাইক্রোসফট এখনো এর উপলব্ধতা সম্পর্কে কিছুই জানায়নি। তবে অনুমান করা হচ্ছে, এই বছরের শেষের দিকে উইন্ডোজ ১১ ডাউনলোড করা যাবে এবং ওইসময় থেকে PC-র জন্য বিক্রি শুরু হবে।

Microsoft বিনামূল্যে Windows 11 আপগ্রেড করতে দেবে

জানা গেছে মাইক্রোসফট তাদের নতুন অপারেটিং সিস্টেম, উইন্ডোজ ১১ ফ্রি আপগ্রেড করার সুযোগ দেবে। সেক্ষেত্রে আপনার যদি উইন্ডোজ ১০ চালিত ল্যাপটপ বা কম্পিউটার থাকে, তাহলে আপনি বিনামূল্যে উইন্ডোজ ১১ ব্যবহার করার সুযোগ পেতে পারেন। এছাড়া উইন্ডোজ ৭ ব্যবহারকারীরাও এই সুবিধা পেতে পারে।

Dell ল্যাপটপ ও কম্পিউটার পাবে ফ্রি Windows 11 আপডেট

ডেলের তরফে নিশ্চিত করা হয়েছে, তাদের যে সমস্ত ল্যাপটপ ও কম্পিউটারে উইন্ডোজ ১১ এর প্রয়োজনীয় হার্ডওয়্যার কনফিগারেশন রয়েছে, সেইসব ল্যাপটপ কম্পিউটারে এর ফ্রি আপডেট পৌঁছে যাবে। সর্বপ্রথম কোম্পানির XPS 13, Alienware m15 Ryzen Edition R5 ও Latitude 9420 ডিভাইসে Windows 11 আপডেট আসবে

Windows 11 ব্যবহারের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার কনফিগারেশন

নয়া উইন্ডোজ ১১ ব্যবহারের জন্য পারতপক্ষে আপনার ডিভাইসে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ 64-bit x86 ARM প্রসেসর দরকার।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন