বার্ষিক প্ল্যানে বদল আনলো Disney+ Hotstar, এখন খসাতে হবে ৪৯৯ টাকা, ৮৯৯ টাকা বা ১,৪৯৯ টাকা

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, Disney+ Hotstar (ডিজনি+ হটস্টার) সম্প্রতি ভারতে OTT প্ল্যাটফর্মের জন্য ট্যারিফ প্ল্যানে বেশ কিছু বড়ো পরিবর্তন করতে চলেছে। সংস্থাটি বিদ্যমান প্ল্যানগুলি এক্সটেনশন…

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, Disney+ Hotstar (ডিজনি+ হটস্টার) সম্প্রতি ভারতে OTT প্ল্যাটফর্মের জন্য ট্যারিফ প্ল্যানে বেশ কিছু বড়ো পরিবর্তন করতে চলেছে। সংস্থাটি বিদ্যমান প্ল্যানগুলি এক্সটেনশন করার পরিবর্তে নতুন বার্ষিক প্রিপেড প্ল্যান চালু করছে। এতদিন পর্যন্ত Disney+ Hotstar, ব্যবহারকারীদের জন্য ফ্রি টায়ারের পাশাপাশি দুটি প্রিপেড অ্যানুয়াল প্ল্যান অফার করতো। এর মধ্যে VIP প্ল্যানটি ইউজারদের বার্ষিক ৩৯৯ টাকার বিনিময়ে HD রেজোলিউশনের ভিডিও, ডলবি ৫.১ অডিও, সিঙ্গেল স্ক্রিনে কনটেন্ট স্ট্রিম করার (দেশীয় সিনেমা, শো ও লাইভ খেলা) সুবিধা প্রদান করতো।

আবার Disney+ Hotstar Premium প্ল্যানের মূল্য ছিল ১,৪৯৯ টাকা (৩৬৫ দিন), যেখানে ইউজাররা 4K কোয়ালিটি ভিডিও, ডলবি ৫.১ অডিও এবং দুটি স্ক্রিনে প্ল্যাটফর্মের সমস্ত ধরনের কনটেন্ট দেখতে পারতো। এছাড়া দর্শকরা প্রতি মাসে ২৯৯ টাকা প্রদান করেও প্রিমিয়াম কনটেন্ট অ্যাক্সেস করতে পারতেন। তবে খুব শীঘ্রই এই প্ল্যানগুলি পরিবর্তন হতে চলেছে।

Live Mint-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ডিজনি+ হটস্টার এবার থেকে তিনটি নতুন বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান অফার করবে। এই নতুন প্ল্যানগুলির মূল্য ৪৯৯ টাকা, ৮৯৯ টাকা, এবং ১,৪৯৯ টাকা। এই নতুন প্ল্যানগুলি ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। নীচে বিশদে এই প্ল্যানগুলির বিবরণ দেওয়া হল।

Disney+ Hotstar-এর ৪৯৯ টাকার মোবাইল প্ল্যান

ডিজনি+ হটস্টাররের ৪৯৯ টাকার মোবাইল প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এই প্ল্যানে একটি সিঙ্গেল স্ক্রিনে HD রেজোলিউশনের সাথে সকল কনটেন্ট অ্যাক্সেস করা যাবে। এই প্ল্যানটি Netflix-এর মোবাইল প্ল্যানের যোগ্য প্রতিদ্বন্দ্বী।

Disney+ Hotstar-এর ৮৯৯ টাকার সুপার প্ল্যান

ডিজনি+ হটস্টাররের ৮৯৯ টাকার সুপার প্ল্যানে দুটি স্ক্রিনে HD রেজোলিউশনের সাথে সমস্ত কনটেন্ট দেখা যাবে। জানিয়ে রাখি, যে ডিভাইসগুলি ব্যবহার করা যেতে পারে তার ফর্ম ফ্যাক্টরের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই।

Disney+ Hotstar-এর ১,৪৯৯ টাকার প্রিমিয়াম প্ল্যান

১,৪৯৯ টাকার ডিজনি+ হটস্টার প্রিমিয়াম প্ল্যানে চারটি স্ক্রিনে 4K কোয়ালিটির কনটেন্ট দেখা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন