IPL এর জনপ্রিয়তায় ভর করে ৪০ লক্ষ নতুন ইউজার পেল Disney+ Hotstar

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) মরশুমকে কাজে লাগিয়ে বছরের প্রথম কোয়ার্টারে মোট ৪ মিলিয়ন (৪০ লক্ষ) নতুন ইউজার অর্জনে...
SUPARNAMAN 14 May 2022 12:40 AM IST

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) মরশুমকে কাজে লাগিয়ে বছরের প্রথম কোয়ার্টারে মোট ৪ মিলিয়ন (৪০ লক্ষ) নতুন ইউজার অর্জনে সফল হল ভারত তথা সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি (OTT) পরিষেবা সরবরাহকারী প্ল্যাটফর্ম ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar)। অবশ্য কেবলমাত্র ভারত থেকেই এই প্ল্যাটফর্মটিতে উপরোক্ত সংখ্যক নতুন গ্রাহক যুক্ত হয়েছেন। এখানে গ্রাহক বলতে আমরা পেইড ইউজারদের কথাই বোঝাতে চাইছি।

উল্লেখ্য, এই মুহূর্তে সমগ্র বিশ্বে Disney+ সাবস্ক্রাইবারের মোট সংখ্যা ১৩৮ মিলিয়ন। ভারত সহ আরো কিছু দেশে এই ওটিটি প্ল্যাটফর্ম Disney+ Hotstar নামের সঙ্গে আগত। বর্তমানে Disney+ প্ল্যাটফর্মের ১৩৮ মিলিয়ন ইউজারের মধ্যে আবার ৫০ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার Disney+ Hotstar থেকে এসেছে। এর থেকে সারা বিশ্বময় আলোচ্য প্ল্যাটফর্মের চাহিদা বা জনপ্রিয়তার কথা বুঝতে কোনও অসুবিধে হয় না।

গ্রাহক অন্তর্ভুক্তির বিচারে নিজেদের পূর্বের সাফল্য অতিক্রম করল Disney+ Hotstar

জানিয়ে রাখি, জানুয়ারি-মার্চ কোয়ার্টারে ৪০ লক্ষ নতুন সাবস্ক্রাইবার জুড়তে সমর্থ ডিজনি+ হটস্টার পারফরম্যান্সের বিচারে তাদের পূর্ববর্তী সাফল্যকেও ছাড়িয়ে গিয়েছে। যেমন আলোচ্য সময়ের আগের প্রান্তিকেও এই ওটিটি প্ল্যাটফর্ম মোট ২৬ লক্ষ গ্রাহক জোগাড় করে, যেখান থেকে বছরের প্রথম প্রান্তিকে তারা একলাফে ১৪ লক্ষ ইউজার বাড়িয়ে নিয়েছে। প্রধানত আইপিএলের মতো টুর্নামেন্টের জনপ্রিয়তা কাজে লাগিয়েই ডিজনি+ হটস্টার উক্ত সাফল্য পেয়েছে বলে অনেকের অভিমত। তবে এক্ষেত্রে বিভিন্ন টেলকোদের ডিজনি+ হটস্টার সাবস্ক্রিপশন সহ আগত একাধিক প্ল্যানের গুরুত্বও স্বীকার করতে হবে।

আজ্ঞে হ্যাঁ, আইপিএলের মরশুমে গ্রাহক আকর্ষণের জন্য Jio, Airtel, Vi প্রমুখ টেলিকম অপারেটরেরা ডিজনি+ হটস্টার বান্ডলড নতুন একাধিক প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে, যেগুলি আলোচ্য ওভার দ্য টপ প্ল্যাটফর্মের সাবস্ক্রাইবার বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। যেমন Jio সম্প্রতি ডিজনি+ হটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সাথে আগত এমন কিছু প্রিপেইড প্ল্যান বাজারে এনেছে যার সমান সুবিধা প্রদান অন্যান্য টেলকোদের পক্ষে যথেষ্ট শক্ত কাজ।

এছাড়া তুলনামূলক কম মূল্যে প্রাইভেট টেলকোগুলি ৩ মাসের Disney+ Hotstar সাবস্ক্রিপশন যুক্ত প্ল্যান লঞ্চ করেছে। বর্তমানে বহু গ্রাহক এ ধরনের প্ল্যানের প্রতি আকৃষ্ট হচ্ছেন যা Disney+ Hotstar প্ল্যাটফর্মের সাবস্ক্রাইবার বাড়াতে সাহায্য করেছে।

Show Full Article
Next Story