দাম 3000 টাকার মধ্যে, Diwali-তে উপহারের জন্য সেরা এই 5টি Gadgets, দেখুন তালিকা

আলো তথা আনন্দের উৎসব দীপাবলি প্রায় দোরগোড়ায় এসে গেছে, আর ইতিমধ্যেই পশ্চিমবাংলাসহ গোটা ভারতের মানুষই এর প্রস্তুতিও শুরু...
Anwesha Nandi 10 Nov 2023 11:22 PM IST

আলো তথা আনন্দের উৎসব দীপাবলি প্রায় দোরগোড়ায় এসে গেছে, আর ইতিমধ্যেই পশ্চিমবাংলাসহ গোটা ভারতের মানুষই এর প্রস্তুতিও শুরু করেছে – নানারকমের আলো-বাতি জ্বালানো, মিষ্টি খাওয়া ছাড়াও উপহার দেওয়া বা পছন্দের-প্রয়োজনের জিনিস কেনার পালা চলছে। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে কোনো প্রিয়জনকে দেওয়ার জন্য নিখুঁত উপহার খুঁজছেন, তাহলে আমাদের আজকের প্রতিবেদনটি আপনারই জন্য। আসলে এখানে আমরা Amazon India-য় ৩,০০০ টাকার কম দামে উপলব্ধ পাঁচ-পাঁচটি গ্যাজেট সম্পর্কে কথা বলব, যেগুলিকে দীপাবলিতে সহজেই উপহার হিসেবে দেওয়া যাবে।

সস্তায় সেরা, দীপাবলিতে উপহার দিন এই পাঁচটি গ্যাজেট

১. Philips Drip Coffee Maker: কেউ যদি কফি পান করতে পছন্দ করে, তবে এটি তার জন্য উপযুক্ত উপহার। এই গ্যাজেটটি ৭৫০ ওয়াট পাওয়ার এবং ৬০০ মিলি ক্যাপাসিটিসহ আসে, এতে জগ ও ফিল্টার হোল্ডারও আছে।

এর দাম ২,৭৯৯ টাকা।

২. Echo Pop (2023) Smart Speaker: প্রিয় গান শোনার পাশাপাশি টু-ডু-লিস্ট বানাতে, ভয়েস কমান্ড দিয়ে আবহাওয়া জানতে বা বাড়ির আলোও নিয়ন্ত্রণ করতে এই স্পিকারটি কাজে আসবে।

এর দাম পড়বে ২,৯৪৯ টাকা।

৩. Rossmann Garment Steamer: এটি একটি উত্তপ্ত সিরামিক সোল প্লেট এবং ইস্ত্রি করার জন্য ১,৫০০ ওয়াট শক্তি বহন করবে। এতে ৩০০ মিলি জলের ট্যাঙ্কও দেওয়া হয়েছে।

এর দাম ২,৩৯৯ টাকা।

৪. Wings Strive 300 Smartwatch: আপনি যদি কাছের কাউকে একটি স্মার্টওয়াচ উপহার দিতে চান, তাহলে এটি ভালো বিকল্প হতে পারে। এই স্মার্টওয়াচে ১.৬৯ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, ৭ দিনের ব্যাটারি লাইফ, ব্লুটুথ কলিং অপশন এবং অনেকগুলি স্মার্ট ফিচার রয়েছে৷

এর দাম ২,৮৯৯ টাকা।

৫. Lexar Fingerprint Security Jumpdrive: এই পেন-ড্রাইভে ১৫০ এমবিপিএস থেকে ৩০০ এমবিপিএস পর্যন্ত রিড স্পিড পাওয়া যায় এবং এটি সর্বনিম্ন ৩২ জিবি স্টোরেজ ক্ষমতায় কেনা যাবে। যারা প্রচুর ডেটা স্টোর করে রাখেন, তাদের জন্য এটি ভালো বিকল্প।

এর দাম ৩,০০০ টাকার কাছাকাছি।

Show Full Article
Next Story