এই ছোট্ট ভুলের কারণে আপনার ফোনের স্টোরেজ ভর্তি করছে WhatsApp, সেটিং বদলান

হাতে স্মার্টফোন আছে, কিন্তু তাতে WhatsApp নেই – এখনকার দিনে এমনটা ভাবাই যায় না। এই ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির আকাশচুম্বী জনপ্রিয়তার দরুন এখন অধিকাংশ লোকের ফোনে…

হাতে স্মার্টফোন আছে, কিন্তু তাতে WhatsApp নেই – এখনকার দিনে এমনটা ভাবাই যায় না। এই ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির আকাশচুম্বী জনপ্রিয়তার দরুন এখন অধিকাংশ লোকের ফোনে যেন এটি একটি বাই-ডিফল্ট মেসেজিং অ্যাপ হয়ে গেছে। বিশ্বজুড়ে রোজ ১ মিলিয়নেরও বেশি মেসেজ হয় ফেসবুকের মালিকানাধীন এই শর্ট মেসেজিং অ্যাপটি থেকে। প্রতিদিনের WhatsApp চ্যাটিংয়ে প্রচুর মেসেজ, ইমেজ, ভিডিয়োর মতো মিডিয়া ফাইল আমাদের ফোনে জমা হয়, যা অযথা আমাদের ফোনের স্টোরেজ দখল করে নেয়। পাশাপাশি, WhatsApp স্বয়ংক্রিয়ভাবে কখনো কখনো অবাঞ্ছিত বা অপ্রয়োজনীয় ফটো/ভিডিও ডাউনলোড করে ফোনের গ্যালারিতে সেভ করে রাখে, যা সাধারণভাবে কোনো ক্ষতি না করলেও ফোনের স্টোরেজ ফুল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কিন্তু একটি সহজ কাজ করলেই আপনি অবাঞ্ছিতভাবে ডাউনলোড হওয়া ফাইলগুলির মাধ্যমে ফোনের স্টোরেজ স্পেস দখল হওয়া আটকাতে পারেন। এর জন্য হোয়াটসঅ্যাপে একটি দুর্দান্ত উপায় রয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ব্যবহারকারীরাই তাদের ফোনে মিডিয়ার অটো-ডাউনলোড ডিজেবল করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আর ইউজারদের এই সমস্যার সম্মুখীন হতে হবে না। কিন্তু কীভাবে মিডিয়া অটো-ডাউনলোড অপশন ডিজেবল করবেন? আসুন জেনে নেওয়া যাক।

iPhoneএ হোয়াটসঅ্যাপে ফটো এবং ভিডিও অটো-ডাউনলোড কীভাবে বন্ধ করবেন

  • WhatsApp ওপেন করুন এবং Settings-এ যান।
  • Storage and Data-তে ট্যাপ করুন।
  • এখানে আপনি ফটো, অডিও, ভিডিও এবং ডকুমেন্টসগুলির জন্য Media Auto-Download অপশন দেখতে পাবেন।
  • আপনি প্রতিটি মিডিয়ার জন্য পৃথকভাবে ফাংশনটি ‘Never’-এ পরিবর্তন করতে পারেন।

এরপর হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে আর কোনো মিডিয়া ফাইল ডাউনলোড করবে না। আপনি যে ফাইলগুলি দেখতে চান, সেগুলি আপনাকে ম্যানুয়ালি ডাউনলোড করে দেখতে হবে।

উপরন্তু, আপনি যদি এই ফটোগুলিকে আপনার আইফোনের ক্যামেরা রোলে নিয়ে আসতে না চান, তাহলে নীচে উল্লিখিত স্টেপগুলি অনুসরণ করুন:

  • WhatsApp-এর Settings-এ যান।
  • Chats সেকশনে ট্যাপ করুন।
  • এখানে, ‘Save to Camera Roll’ অপশনটি টার্ন অফ করুন।

Android ফোনে হোয়াটসঅ্যাপের ফটো এবং ভিডিও অটো-ডাউনলোড কীভাবে বন্ধ করবেন

  • WhatsApp ওপেন করুন এবং Settings-এ যান।
  • এখানে, Storage and Data-তে ট্যাপ করুন।
  • আপনি তিনটি অপশন দেখতে পাবেন — ‘When using mobile data’, ‘When connected on Wi-Fi’, ‘When roaming’।
  • সমস্ত মিডিয়া-ইমেজ, অডিও এবং ভিডিওর জন্য auto-downloads-এ ট্যাপ করুন এবং ডিজেবল করুন।

এখন, যখন আপনার কন্টাক্টসে থাকা কোনো ব্যক্তি আপনার সাথে হোয়াটসঅ্যাপে কোনো ইমেজ/অডিও/ভিডিও শেয়ার করবে, তখন এটি ম্যানুয়ালি ডাউনলোড করতে হবে। যদি আপনি সেগুলিকে আপনার ফোনের ফটো গ্যালারিতে নিয়ে আসতে না চান, তাহলে নীচে উল্লিখিত স্টেপগুলি অনুসরণ করুন:

  • WhatsApp-এ চ্যাট উইন্ডো ওপেন করুন।
  • Settings-এ যান এবং Chat-এ ট্যাপ করুন।
  • Media visibility সার্চ করে সেটিকে বন্ধ করুন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন