কাজ হবে আরও দ্রুত, টেলিকম কোম্পানিদের জন্য DoT আনল গতি শক্তি সঞ্চার পোর্টাল

দেশীয় বাজারে উপস্থিত টেলিকম এবং ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের এক ছাতার তলায় কানেক্টিভিটি সংক্রান্ত সমস্ত অনুমতি...
SUPARNAMAN 14 May 2022 11:54 PM IST

দেশীয় বাজারে উপস্থিত টেলিকম এবং ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের এক ছাতার তলায় কানেক্টিভিটি সংক্রান্ত সমস্ত অনুমতি প্রদানের জন্য আজ, ১৪ই মে আনুষ্ঠানিকভাবে গতি শক্তি সঞ্চার পোর্টাল (Gati Shakti Sanchar Portal) লঞ্চ করলো কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর বা ডট (DoT)। এর ফলে দেশের অপটিক্যাল ফাইবার প্রযুক্তি স্থাপনের কাজে বাড়তি গতি আসবে বলে মনে করা হচ্ছে। এজন্য ডট কর্তৃক গতি শক্তি সঞ্চার পোর্টাল লঞ্চে খুশি সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা সিওএআই (COAI)।

TSP ও ISP -দের দ্রুত RoW বা Right of Way ছাড়পত্র পেতে সাহায্য করবে নতুন পোর্টাল

আগেই উল্লেখ করেছি যে, ডটের নতুন গতি শক্তি সঞ্চার পোর্টাল টেলিকম পরিকাঠামো স্থাপনকারী বিভিন্ন সংস্থা এবং পরিষেবা প্রদানকারীদের (TSP ও ISP) দ্রুত রাইট অফ ওয়ে (RoW) ছাড়পত্র পেতে সাহায্য করবে। এর ফলে দেশব্যাপী অপেক্ষাকৃত দ্রুত গতিতে অপটিক্যাল ফাইবার প্রযুক্তি স্থাপন করা যাবে, যা ডিজিটাল ভারত প্রকল্পের সাফল্যের জন্য অতীব দরকারি।

ডট কর্তৃক Gati Shakti Sanchar Portal লঞ্চ প্রসঙ্গে COAI ডিরেক্টর লেফটেনান্ট জেনারেল ড.এস পি কোছাড় মন্তব্য করেন যে আলোচ্য পোর্টাল সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আসন্ন 5G পরিষেবার জন্যও গুরুত্বপূর্ণ হবে 'Gati Shakti Sanchar Portal'

উল্লেখ্য, ভারতে আসন্ন 5G পরিষেবার সাফল্যের জন্যও নতুন গতি শক্তি সঞ্চার পোর্টাল তাৎপর্যবাহী ভূমিকা নিতে পারে। 5G কানেক্টিভিটির সাফল্যের জন্য সবার আগে পরিকাঠামোগত ব্যাপক উন্নয়ন দরকার হবে। সেক্ষেত্রে বিভিন্ন পরিষেবা সরবরাহকারী সংস্থাকে উপযুক্ত ও অল্প সময়ে প্রয়োজনীয় রাইট অফ ওয়ে (RoW) ছাড়পত্র দিতে গতি শক্তি সঞ্চার পোর্টাল কার্যকর হবে বলে ডট বা টেলিযোগাযোগ দপ্তরের বক্তব্য। বর্তমানে এই অনুমতি প্রদানের ক্ষেত্রে যথেষ্ট টালবাহানা প্রত্যক্ষ করা যায়।

এছাড়াও 5G ব্যবস্থার জন্য টেলকোগুলি বিভিন্ন পথসম্পদ ব্যবহার করতে পারে। একই কারণে তারা দেশজুড়ে গণনাতীত অসংখ্য টাওয়ার ও অপটিক্যাল ফাইবার প্রযুক্তি স্থাপনে উদ্যোগী হবে। সেক্ষেত্রে আলোচ্য গতি শক্তি সঞ্চার পোর্টাল থেকে তারা সহজে জরুরি সমস্ত অনুমতি পেয়ে যেতে পারে, যা দ্রুতবেগে দেশের ডিজিটাল বিকাশে সাহায্য করবে।

Show Full Article
Next Story