সিম বিক্রিতে নয়া নীতি আনলো DoT, ১৮ বছরের কম বয়সীদের সিম প্রদানে নিষেধাজ্ঞা

ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (Department of Telecommunication) বা ডট (DoT) সম্প্রতি সিম কার্ড বিক্রির ক্ষেত্রে নতুন নীতি লাগু করেছে। এর ফলে টেলিকম পরিষেবা সরবরাহকারী সংস্থাগুলি ১৮…

ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (Department of Telecommunication) বা ডট (DoT) সম্প্রতি সিম কার্ড বিক্রির ক্ষেত্রে নতুন নীতি লাগু করেছে। এর ফলে টেলিকম পরিষেবা সরবরাহকারী সংস্থাগুলি ১৮ বছরের কমবয়সীদের সরাসরি সিম কার্ড বিক্রি করতে পারবে না। দেশের টেলিকমিউনিকেশন বিভাগের এই সিদ্ধান্ত সাধারণ দৃষ্টিতে ততটা গুরুত্বপূর্ণ মনে না হলেও, টেলিকম দুনিয়ায় এর একটা আলাদা প্রভাব পড়তে চলেছে বলে আমাদের ধারণা। একথা সকলের মনে রাখা উচিত যে অবৈধ বা আইনের চোখে অনুপযুক্ত কোন ব্যক্তিকে নতুন সিম কার্ড প্রদান উচিত নয়। সেক্ষেত্রে তার বয়স ১৮ বছরের বেশী বা কম উভয়ই হতে পারে। তাই ডটের সাম্প্রতিক সিদ্ধান্ত যে একেবারেই অমূলক নয় সেটা সহজেই বুঝে নেওয়া যায়।

কাস্টোমার অ্যাকুইজিশন ফর্ম (CAF) দাখিল ছাড়া সিম কার্ড বিক্রিতে ‘না’

সাধারণত একটি সিম কার্ড কেনার জন্য আমাদের কাস্টোমার অ্যাকুইজিশন ফর্ম (Customer Acquisition Form) বা সিএফ (CAF) পূরণের প্রয়োজন পড়ে। এই সিএএফ আদতে একটি চুক্তিপত্র যা টেলিকম পরিষেবা প্রদানকারী ও গ্রাহকের মধ্যে স্বীকৃত হয়ে থাকে। এক্ষেত্রে উভয়পক্ষকেই কিছু নির্দিষ্ট শর্তাবলী মেনে চলতে হয়। উক্ত ফর্ম দাখিল ব্যতিরেকে নতুন সংযোগ প্রদান সম্পূর্ণ রূপে অনুচিত।

অবগতির জন্য জানিয়ে রাখি যে সিএএফ চুক্তি ভারতীয় চুক্তি আইন, ১৮৭২ দ্বারা নিয়ন্ত্রিত। এই আইন ১৮ বছর বা বিশেষ কিছু ক্ষেত্রে ২১ বছরের কম বয়সীদের কোনো চুক্তির শরিক হওয়ার সম্মতি দেয় না। তাছাড়া অবৈধ বা আইন মোতাবেক অপরাধী কোনো ব্যক্তি উপরোক্ত নীতির কারণেই একটি চুক্তিতে অংশ নিতে অসমর্থ হন। ডটের (DoT) গৃহীত সিদ্ধান্তের মধ্যেও আমরা এই আইনের প্রয়োগ লক্ষ্য করবো।

নীতি অনুযায়ী একজন গ্রাহক ঠিক কতগুলি সিম কার্ড কিনতে পারেন?

যে কোনো পুরুষ বা নারী নিজের নামে সর্বমোট ১৮টি সিম কার্ড কিনতে পারেন। যদিও এর মধ্যে মাত্র ৯টি কানেকশন তিনি নিজের মোবাইলে ব্যবহার করতে পারবেন। বাকি সংযোগ গুলি এম২এম (M2M) যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন