আধারে লাগান মাস্ক! ডাউনলোড করুন Masked Aadhaar, অন্য কেউ আপনার আধার নম্বর ব্যবহার করতে পারবে না

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) আধার কার্ডের অপব্যবহার রুখতে একটি বিশেষ উপায় নিয়ে এসেছিল।...
techgup 17 April 2023 2:29 PM IST

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) আধার কার্ডের অপব্যবহার রুখতে একটি বিশেষ উপায় নিয়ে এসেছিল। যাকে বলা হয় Mask Aadhaar। এই ধরনের আধার কার্ডে ৮টি ডিজিট লুকানো থাকে এবং শেষের চারটি সংখ্যা প্রদর্শিত হয়। তাই আপনি যদি কোথাও আপনার আধার কার্ড দিতে চান এবং অপব্যবহার হওয়ার ভয় পান, তাহলে মাস্ক আধার (Mask Aadhaar) দিতে পারেন। আসুন কীভাবে এই অনলাইনে এই বিশেষ Aadhaar Card ডাউনলোড করা যাবে দেখে নেওয়া যাক।

Masked Aadhaar কীভাবে ডাউনলোড করবেন

১. মাস্ক আধার কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যান ও Login অপশন বেছে নিন‌।

২. আপনার আধার নম্বর এবং ক্যাপচা কোড এন্টার করার পরে, Send OTP-তে ক্লিক করুন।

৩. আপনার আধার-লিঙ্কযুক্ত ফোন নম্বরে একটি ওটিপি পাঠানো হবে, যা আপনাকে এখানে এন্টার করতে হবে। এরপর Login-এ ক্লিক করুন।

৪. এবার Services সেকশন থেকে Download Aadhaar বেছে নিন।

৫. এখানে Do you want a masked Aadhaar? বিকল্পটি নির্বাচন করুন। Review your Demographics Data-র অধীনে এই বিকল্পটি পাবেন।

৬. তারপর Download-এ ক্লিক করুন।

৭. এরপর পিডিএফ ফর্ম্যাটে আপনার মাস্ক আধার ডাউনলোড হয়ে যাবে।

৮. Mask Aadhaar কার্ড খুলতে আপনার একটি পাসওয়ার্ডও প্রয়োজন হবে। এই পাসওয়ার্ডটি হল- আপনার নামের প্রথম চারটি অক্ষর এবং আপনার জন্ম সাল। উদাহরণস্বরূপ- যদি আপনার নাম পায়েল হয় এবং আপনার জন্ম সাল ১৯৯০ হয়, তবে আপনার পাসওয়ার্ড হবে PAYA1990 হবে।

Show Full Article
Next Story