গাড়ি নিয়ে গোয়া যাওয়ার প্ল্যান করছেন? এই নিয়ম না জানলে বিশাল অঙ্কের জরিমানা

ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত গোয়া একটি অতি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বিশেষত গোয়ার সমুদ্র সৈকত এ যুগের তরুণ প্রজন্মকে তীব্র আকর্ষণ করে। দীর্ঘদিন নিয়মমাফিক জীবনযাত্রার পর কয়েকদিনের…

ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত গোয়া একটি অতি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বিশেষত গোয়ার সমুদ্র সৈকত এ যুগের তরুণ প্রজন্মকে তীব্র আকর্ষণ করে। দীর্ঘদিন নিয়মমাফিক জীবনযাত্রার পর কয়েকদিনের বেহিসাবি, একটু আগোছালো জীবনযাপন পুনরায় দৈনন্দিন জীবনে পূর্ণ উদ্যমে ফেরার রসদ সঞ্চার করতে পারে। সমুদ্র প্রেমীদের জন্য নিজের মত কয়েকটা দিন প্রাণ খুলে বাঁচার ক্ষেত্রে গোয়া অন্যতম। এদিকে গোয়ার সন্নিবর্তী রাজ্য যেমন কর্ণাটক থেকে বহু মানুষ সপ্তাহান্তে সেখানে ছুটি কাটাতে পছন্দ করেন। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে গোয়াতে গেলেই ট্যাক্সি চালকদের কপালে জুটছে মোটা অঙ্কের জরিমানা।

আসলে গোয়া প্রশাসনের নিয়ম অনুযায়ী সে রাজ্যে কোনও কমার্শিয়াল ট্যুরিষ্ট গাড়ি প্রবেশ করতে হলে ‘স্পেশাল পারমিট’ বা বিশেষ অনুমতির প্রয়োজন। এতদিন যা কর্ণাটক আরটিও অফিস এবং ব্যাঙ্গালোর পরিবহণ দফতরের তরফে দেওয়া হতো। কিন্তু বিগত কয়েক সপ্তাহ ধরে তা বন্ধ থাকায় বাধে বিপত্তি। অনেক ট্যাক্সিচালক ভেবেছেন গোয়া চেকপোস্ট থেকে সরাসরি সেই পারমিট পাওয়া যাবে। কিন্তু সেখানে পৌঁছানোর পর অনুমতিপত্র পাওয়ার জন্য অর্থের পরিমান দেখে চক্ষু চড়কগাছ চালকদের। আসলে পারমিট না থাকার কারণে ১০,২৬২ টাকার জরিমানার বিল ধরানো হচ্ছে তাঁদের। আসলে চলতি মাসের শুরুর দিকে গোয়া চেকপোস্ট থেকে অনুমতি পত্র দেওয়া বন্ধ করার কারণে মাথায় হাত চালকদের।

বেঙ্গালুরুর শান্তিনগর আরটিও এবং রাজ্যের অন্যান্য আরটিও থেকে যেখানে এই পারমিট পেতে খরচ হয় ১০০-২০০ টাকা। ফলে লাভের ধন পিঁপড়ায় খাওয়ার মত অবস্থা চালকদের! এই প্রসঙ্গে কর্ণাটক ট্যুরিজম ফোরামের সহ সভাপতি এম রভি বলেন, “পড়শি রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং কেরল এই স্পেশাল পারমিট অনলাইনে দিচ্ছে। কর্নাটকে এই প্রক্রিয়া এখনও চালু হয়নি।” তবে এই ব্যবস্থা খুব শীঘ্রই চালু হবে বলে জানান তিনি।

সূত্রের খবর গত সপ্তাহে ৪০-এর অধিক ট্যাক্সির চালকের থেকে এই জরিমানা আদায় করা হয়েছে। ভ্যান গাড়ি ও ট্যুরিস্ট বাসের ক্ষেত্রে এই জরিমানার পরিমাণ যথাক্রমে ১৭,০০০ ও ২৫,০০০ টাকা। এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, কর্নাটকের পরিবহন দপ্তর ইতিমধ্যেই অনলাইনে রাজ্যের যানবাহনকে গোয়া যাওয়ার জন্য স্পেশাল পারমিট দেওয়া শুরু করেছে। এই পারমিট দেওয়া শুরু হওয়া-না হওয়ার এই টানাপোড়েনের পরিস্থিতিতে এক সরকারি আধিকারিক জানিয়েছেন, এই সমস্যার দ্রুত সমাধান করা হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন